দেশের বাজারে দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। এ দফায় প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। কাল মঙ্গলবার থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে।

জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এর আগে সর্বশেষ গত রোববার ভরিতে সোনার দাম বেড়েছিল ২ হাজার ৪০৩ টাকা।

জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) মূল্য বেড়েছে। এ কারণে দাম সমন্বয় করা হয়েছে। মূলত বৈশ্বিক বাজারে সোনার দাম সামান্য বাড়ায় দেশেও বাড়ানো হয়েছে। যদিও বৈধভাবে সোনা আমদানি খুবই কম। ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে সোনা আসে।

কয়েক মাস ধরেই সোনার দাম উত্থান-পতনের মধ্যে রয়েছে। গত ১৭ অক্টোবর দেশে সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় দাঁড়ায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ।

নতুন দাম অনুযায়ী, কাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকায় বিক্রি হবে।

আজ সোমবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হয়েছে। আগামীকাল থেকে ২২ ক্যারেটের ভরিতে দাম ১ হাজার ৫৭৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৯৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বাড়বে ১ হাজার ৯৭ টাকা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২২ ক য র ট র

এছাড়াও পড়ুন:

সত্য প্রকাশই প্রথম আলোর বড় শক্তি

প্রথম আলো পত্রিকা দেশের অন্য সব পত্রিকা থেকে আলাদা। কারণ, সত্যতা যাচাই করার জন্য পাঠককে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে প্রথম আলোর। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সত্য প্রকাশের কারণে প্রথম আলো দেশের শীর্ষ পত্রিকা। প্রথম আলো এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও সব বাধাবিঘ্ন অতিক্রম করে প্রথম আলো এগিয়ে যাবে। প্রথম আলোর সব থেকে বড় শক্তি হলো সত্য প্রকাশ।

প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এসব সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রথম আলো সম্পর্কে খোলামেলা মতামত ব্যক্ত করেন।

গোপালগঞ্জ

গোপালগঞ্জ পৌর মিলনায়তনে বিকেল চারটায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে শিক্ষক, চিকিৎসক, রাজনীতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি, কবি-সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সুধী সমাবেশে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, প্রথম আলো নিয়ে অনেকে সমালোচনা করে। সমালোচনার জন্য একটা জায়গায় যেতে হয়। প্রথম আলো সেই গ্রহণযোগ্যতা অর্জন করেছে। প্রথম আলো যেন বিগত সময়ের মতো বস্তুনিষ্ঠ সংবাদিকতা ধরে রাখে।

প্রথম আলোর সুধী সমাবেশে অতিথিরা। গোপালগঞ্জ পৌর মিলনায়তনে

সম্পর্কিত নিবন্ধ