বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের বিভিন্ন এতিম খানায় এতিমদের মাঝে আজ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্নস্থানে দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য, এফবিসিসিআই এর সাবেক সিনিয়র  সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পক্ষ থেকে শহরের বিভিন্ন এতিমখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে দোয়ার কর্মসূচি পালন করা হয়।

জেলার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জেলার জাতীয়তাবাদী সাইবার এক্টিভিস্টস, ফতুল্লা থানা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সমর্থকদের উদ্যেগে বেগম খালেদা জিয়ার জন্য উক্ত দোয়া ও কুরআন শরীফ বিতরণের কর্মসূচিগুলো পালন করা শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে বলে জানানো হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল -নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি এস.

আলম ইসরাৎ ফতুল্লা ইউনিয়ন এবং এনায়েত নগর ইউনিয়নে উপস্থিত হয়ে উক্ত কুরআন শরীফ এতিমদের হাতে তুলে দিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর কমিটির আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদর থানা সাইবার ইউজার দলের এস. আলম আয়ান, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি রনি মাহমুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় এস. আলম ইসরাৎ বলেন, এটি কোনো নির্বাচনী গণসংযোগ বা প্রচারণা কিংবা সাংগঠনিক কর্মসূচির অংশ নয়। এটি গণতন্ত্রের জননী, এ প্রজন্মের দেশমাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তাঁর প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালবাসার দায়বদ্ধতা থেকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে আমরা করছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশনেত্রীর এই সংকটাপন্ন শারীরিক অবস্থায় শুধু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নয়, পুরো দেশ ও জাতি আজ দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রার্থনা করছে উনার সুস্থতার জন্য, কারণ তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী সমগ্র বাংলাদেশীর একমাত্র নেত্রী।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নির্দেশনায় ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ - নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের অন্তর্গত সদর উপজেলা, বন্দর উপজেলা, সোনারগাঁও উপজেলা, রূপগঞ্জ উপজেলা ও আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ব গম খ ল দ র জন য ব এনপ উপজ ল ব তরণ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। তাঁর বাড়ি কুমিল্লায়। কর্মজীবনে তিনি উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন।

পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও পিবিআই-এ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া পিবিআই নোয়াখালী জেলার পুলিশ সুপার এবং সর্বশেষ পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি নারায়ণগঞ্জে যোগ দিলেন।

উল্লেখ্য. গত বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৬৪ জেলায় লটারির মাধ্যমে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার সুস্থতা কামনায়  সিদ্ধিরগঞ্জে মান্নানের দোয়া
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসার ছাত্রদের নিয়ে মহানগর যুবদলের দোয়া
  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার 
  • বন্দরে বিএনপি নেতা হান্নান ও সুলতানের বহিষ্কার আদেশ প্রত্যাহার
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় না’গঞ্জ পূজা পরিষদের বিশেষ প্রার্থনা 
  • জাসাস নেতা নুরুর মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক
  • বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন 
  • নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর দায়িত্ব গ্রহণ