টাইব্রেকারের দিন, গোলকিপারের বীরত্ব আর টিকে থাকার আনন্দ
Published: 1st, December 2025 GMT
প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তফসিলি ব্যাংকের তালিকায় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, লাইসেন্স হস্তান্তর
অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার (১ ডিসেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের উপস্থিতিতে লাইসেন্স হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকের পক্ষে লাইসেন্স গ্রহণ করেন বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস এবং যুগ্ম-সচিব শেখ ফরিদ।
আরো পড়ুন:
চূড়ান্ত লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
শিক্ষাবৃত্তি পেল প্রয়াত সাংবাদিকদের সন্তানরা
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, গভর্নর অফিসের কর্মকর্তারা এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের লাইসেন্সিং শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বায়েজিদ সরকার সরকারি প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে নবগঠিত ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেন।
এদিকে, সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক সার্কুলারের মাধ্যমে তফসিলি ব্যাংক হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ কে তালিকাভুক্ত করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’কে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হলো।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের জমাসহ প্রয়োজনীয় অন্যান্য শর্ত পূরণ করায় গত ৩০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় সম্মিলিত ইসলামী ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে লাইসেন্স হস্তান্তর করে এবং দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চিঠি দেওয়া হয়।
নতুন এই ব্যাংক নিয়ে দেশে মোট ব্যাংকের সংখ্যা ৬৩টিতে দাঁড়াল। এতদিন দেশে বেসরকারি ব্যাংক ছিল ৪৩টি। যেহেতু পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে সরকার। তাই বেসরকারি তফসিলি ব্যাংক পাঁচটি বাদ যাবে এবং এখন বেসরকারি খাতে তফসিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৩৮টিতে। আর সব মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা কমে দাঁড়াবে ৫৮টিতে । এর মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকের সংখ্যা ১০টি। এছাড়া রয়েছে বিদেশি নয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, মূলধন বিবেচনায় এটি বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র-মালিকানাধীন এবং শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করছে। বাংলাদেশ ব্যাংক বিশ্বাস করে, আমানতকারীরা তাদের আমানতের নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ আশ্বস্ত থাকবেন। কোনো আমানতকারী তার অর্থ হারাবেন না।
ঢাকা/নাজমুল/মেহেদী