ফরিদপুরে অটোরিকশার ব্যাটারির জন্য হত্যা করা হয় হোসাইনকে
Published: 15th, January 2025 GMT
মাত্র সাড়ে ছয় হাজার টাকার ব্যাটারির জন্য ফরিদপুরে নৃশংসভাবে হত্যা করা হয় ১৩ বছর বয়সী রিকশাচালক হোসাইনকে। হত্যার মূল আসামি ফরিদপুর শহরের ভাটি লক্ষীপুরের তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরীকে (২১) গ্রেপ্তারের পর এ তথ্য জানান পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।
তিনি জানান, লাশ উদ্ধারের পর থেকে আসামি সনাক্ত ও গ্রেপ্তারের জন্য মাঠে নামে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ফরিদপুর শহরে অভিধান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি করা ব্যাটারি কেনার জন্য দোকানদার শহরের লক্ষ্মীপুর এলাকার আলামিনকেও (৩২) গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, মাত্র সাড়ে ৬ হাজার টাকার বিনিময়ে আলামিনের কাছে ব্যাটারি বিক্রি করে হত্যার মূল আসামি তুফান। অটোরিকশার ব্যাটারির জন্যই হত্যা করা হয় হোসাইনকে।
এর আগে গত ৩ জানুয়ারি সকালে ভাটি লক্ষ্মীপুরে থেকে হোসাইনের লাশ উদ্ধার করে পুলিশ। গলায় রশি পেঁচিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় হোসাইনকে।
নিহত হোসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া। তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী। তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা যান।
ঢাকা/তানিম/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত
রাজধানীর চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামের ঠেলাগাড়ির এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার বেলা সোয়া একটার দিকে চকবাজারের নাজিমুদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।
সহকারী প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, দুপুরে কেরানীগঞ্জ থেকে কারা সদর দপ্তরের দিকে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকটি চালাচ্ছিলেন মনসুর নামের এক চালক। নাজিমুদ্দিন রোডে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
সোহাগের সহকর্মীরা বলেন, দুপুরে আগামাছি লেন থেকে তাঁরা চারজন মিলে ঠেলাগাড়িতে ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রিজন ট্রাক ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সোহাগ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহাগকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সোহাগের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত সোহাগের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বাবার নাম দুলাল হাওলাদার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সোহাগ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন।