মাত্র সাড়ে ছয় হাজার টাকার ব্যাটারির জন্য ফরিদপুরে নৃশংসভাবে হত্যা করা হয় ১৩ বছর বয়সী রিকশাচালক হোসাইনকে। হত্যার মূল আসামি ফরিদপুর শহরের ভাটি লক্ষীপুরের তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরীকে (২১) গ্রেপ্তারের পর এ তথ্য জানান পুলিশ। 

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। 

তিনি জানান, লাশ উদ্ধারের পর থেকে আসামি সনাক্ত ও গ্রেপ্তারের জন্য মাঠে নামে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ফরিদপুর শহরে অভিধান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি করা ব্যাটারি কেনার জন্য দোকানদার শহরের লক্ষ্মীপুর এলাকার আলামিনকেও (৩২) গ্রেপ্তার করা হয়। 

তিনি আরো জানান, মাত্র সাড়ে ৬ হাজার টাকার বিনিময়ে আলামিনের কাছে ব্যাটারি বিক্রি করে হত্যার মূল আসামি  তুফান। অটোরিকশার ব্যাটারির জন্যই হত্যা করা হয় হোসাইনকে। 

এর আগে গত ৩ জানুয়ারি সকালে ভাটি লক্ষ্মীপুরে থেকে হোসাইনের লাশ উদ্ধার করে পুলিশ। গলায় রশি পেঁচিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় হোসাইনকে। 

নিহত হোসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া। তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী। তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা যান।

ঢাকা/তানিম/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র র জন য

এছাড়াও পড়ুন:

মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

বরিশালে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এই মিটিং অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে বরিশাল ও খুলনা অঞ্চলের ১৮টি শাখা ও উপশাখার প্রধান, সব নির্বাহী ও ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন ও অসিম কুমার সাহা, এসইভিপি মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান, ইভিপি ও ডিসিআরও শামীম আহমেদ, খুলনা শাখার প্রধান ও ভিপি মো. আব্দুল মতিন এবং বরিশাল শাখার প্রধান ও এভিপি মওদুদ আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।

সম্পর্কিত নিবন্ধ