লন্ডনের ‘সমঝোতা’ বিশদভাবে জানা–বোঝার চেষ্টায় এনসিপি
Published: 15th, June 2025 GMT
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আলোচনায় কী কী বিষয়ে সমঝোতা হলো, তা বিশদভাবে জানার ও বোঝার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুজনের একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কী কথা হয়েছে, সে সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো উচিত বলেও মনে করে দলটি।
যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয়। দুজন একান্তে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট আলোচনা করেন। আলোচনার পর ওই হোটেলে সংবাদ সম্মেলনে দুই পক্ষের প্রতিনিধিরাই তাঁদের সন্তুষ্টির কথা জানান।
এ বৈঠক নিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি বলেছে, নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে। দলটি মনে করে, লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ–সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর এবং বিচারের সুস্পষ্ট পথনকশা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণ-অভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে বলেও মনে করে দলটি।
আরও পড়ুনলন্ডন বৈঠকের পর এখন বিএনপির দৃষ্টি নির্বাচনে , কী ভাবছে অন্য দলগুলো ১ ঘণ্টা আগেবিশদভাবে জানার চেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক। শুক্রবার লন্ডনে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শুটিংয়ের ক্যাম্প বন্ধ নিয়ে পাল্টা প্রশ্ন আগের কমিটির
দক্ষিণ এশীয় গেমস (এসএ) সামনে রেখে ১ জুলাই শুরু হওয়া বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের প্রস্তুতি ক্যাম্প বন্ধ হয়ে গেছে ২১ দিন পরই। ফেডারেশনের বর্তমান কর্মকর্তারা যদিও দাবি করেছেন, অর্থাভাব এবং আগের কমিটি রাইফেল–পিস্তল বুঝিয়ে না দেওয়াতেই বন্ধ করে দেওয়া হয়েছে ক্যাম্প। আগের কমিটি বলছে ভিন্ন কথা।
ফেডারেশনের আগের কমিটির উপমহাসচিব মুশতাক ওয়াইজ আজ প্রথম আলোকে জানিয়েছেন, অর্থাভাবে ক্যাম্প বন্ধ হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘ফেডারেশনের প্রায় ১ কোটি ৩৫ লাখের মতো এফডিআর করা আছে ব্র্যাক ব্যাংকে। এটা ইন্টারেস্টসহ এখন আরও বেশি হবে, কম হবে না। এর বাইরে চলতি হিসাবে আছে ১ কোটি ৭৫ লাখ টাকা। এসব যদি বাদও ধরি ফেডারেশন কিন্তু এনএসসি থেকে গেমসের প্রস্তুতির জন্য ২২ লাখ টাকার মতো পেয়েছে। তাহলে টাকার সমস্যা তো হওয়ার কথা নয়!’ এত টাকা থাকার পরও কেন আর্থিক সংকটে ক্যাম্প বন্ধ হবে, প্রশ্ন ওয়াইজের। বর্তমান কমিটিকে এসব অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে বড় সাফল্য এনে দিয়েছে শুটিং। ছবিটি ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে আবদুল্লাহ হেল বাকি রুপা জয়ের পর