বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা শীর্ষস্থানীয় তুর্কি সংস্থার
Published: 31st, January 2025 GMT
তুরস্কের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী কেওসি হোল্ডিংস বিশ্বব্যাপী তাদের কারখানাগুলোতে পণ্য রপ্তানির লক্ষ্যে বাংলাদেশে একটি উৎপাদনকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই পরিকল্পনার কথা জানান কোম্পানিটির কর্মকর্তারা।
৬০ বিলিয়ন ডলারের এই তুর্কি কোম্পানির টেকসই ইউনিটের সভাপতি ফাতিহ কেমাল এবিচলিওগ্লুর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
ফাতিহ জানান, কয়েক বছর আগে তার কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণের পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন কারখানা স্থাপন করেছে।
বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে কথা বলার সময় তিনি বলেন, ‘‘আমরা আমাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে রয়েছি। বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে।’’
অধ্যাপক ড.
তুর্কি কোম্পানিটির প্রতিনিধিদলের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘বাংলাদেশে কারখানা স্থাপন করুন এবং এখান থেকে তুরস্ক, ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করুন।’’
তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশ হালাল পণ্যের উৎপাদনকেন্দ্র হতে পারে। এছাড়াও এটি সহজেই একটি অ্যাসেম্বলি বিনিয়োগকেন্দ্র হয়ে উঠতে পারে।’’
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক