১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের দিন দীর্ঘদিনের প্রেমিকা পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর। এই বিয়েতে ছিল না কোনো জাঁকজমক। গোপনে, অনাড়ম্বরভাবে প্রতীক আর প্রিয়া চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু প্রতীকের বাবা তথা বলিউডের অভিনেতা রাজ বব্বর ছেলের বিয়েতে হাজির ছিলেন না। হাজির ছিলেন না প্রতীকের দুই সৎভাই–বোন। তাই এই বিয়ে নিয়ে এখন জোর আলোচনা বিটাউনে। সম্প্রতি নববধূ পূজা আর এদিকে প্রতীকের সৎভাই আরিয়া বব্বর এ নিয়ে মুখ খুলেছেন। এদিকে চুপ আছেন রাজ বব্বর।

প্রতীক নিজের নাম বদলে প্রতীক স্মিতা পাতিল করে ফেলেছেন। বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের ছেলে প্রতীক। প্রতীক আর পূজা পাঁচ বছর ধরে ‘লিভ ইন’ সম্পর্কে আছেন। ভালোবাসা দিবসের দিন তাঁরা তাঁদের সম্পর্ককে নতুন নাম দিয়েছেন। তবে প্রতীকের বিয়েতে বব্বর পরিবার থেকে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে জোর আলোচনা সর্বত্র।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে প্রিয়া বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা যেমনটা ভেবেছিলাম, আমাদের বিয়ে সে রকমভাবেই হয়েছে। আমাদের বিয়েটা ব্যক্তিগত ছিল। আর এই বিয়েতে তাঁরাই উপস্থিত ছিলেন, যাঁরা আমাদের ভালোবাসেন। আমাদের বিয়েটা আরও বিশেষ ছিল; কারণ, আমরা প্রতীকের মায়ের বাড়িতে বিয়ে করেছি। তিনি এই বাড়িটা কিনেছিলেন, যাতে প্রতীকের সঙ্গে বাড়িটাতে থাকতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা ঘটেনি। আমাদের বিশ্বাস যে এটা আমাদের জন্য ওনার উপহার। তিনি চাইতেন যে এই বাড়িটাতে আমরা বিয়ে করি, আমরা তাই-ই করেছি।’

বিয়ের আসরে পূজা ও প্রতীক। ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র ব

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ