অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন দুটি সুবিধা চালু করেছে গুগল ক্রোম। নতুন সুবিধার ফলে ব্রাউজারে ট্যাব ব্যবস্থাপনা আরও সহজ হবে। নতুন আপডেটে ট্যাব সার্চ ও ট্যাব গ্রুপ সিঙ্ক সুবিধা যুক্ত করা হয়েছে।

গুগল ক্রোমের নতুন আপডেটে ট্যাব সুইচার অংশে ‘সার্চ ইউর ট্যাবস’ নামে একটি সার্চবার যোগ করা হয়েছে। এটি চালু থাকা ওয়েবসাইটগুলোর তালিকার ওপরে থাকবে এবং স্ক্রিনের উপরে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ট্যাব খুঁজে নিতে পারবেন। সার্চ অপশনে ক্লিক করলে প্রথমে সাম্প্রতিক ট্যাবগুলোর তালিকা দেখা যাবে। এরপর নির্দিষ্ট কোনো শব্দ লিখলে সেটির সঙ্গে মিল থাকা ট্যাব, বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস ও ওয়েব অনুসন্ধান থেকে সংশ্লিষ্ট ফলাফল দেখাবে। ব্যবহারকারী সরাসরি কাঙ্ক্ষিত ট্যাবে যেতে পারবেন। নতুন এই সুবিধা ব্যক্তিগত মোডেও কাজ করবে। ডেস্কটপ সংস্করণে আগে থেকেই এই সুবিধা চালু ছিল। তবে এবার অ্যান্ড্রয়েডের জন্য ক্রোমের সর্বশেষ সংস্করণে এটি চালু করা হয়েছে।

ট্যাব ব্যবস্থাপনাকে আরও সহজ করতে ট্যাব গ্রুপ সিঙ্ক নামে আরেকটি সুবিধা চালু করেছে গুগল। এতে ব্যবহারকারী একাধিক ডিভাইসে একই ট্যাব গ্রুপ ব্যবহার করতে পারবেন। ট্যাব গ্রিডের ওপরে নতুন একটি চিহ্ন যুক্ত হয়েছে, যেখানে ব্যবহারকারীর অন্যান্য ডিভাইসে খোলা ট্যাব গ্রুপগুলোর তালিকা দেখা যাবে। অর্থাৎ, যদি কেউ ডেস্কটপে কোনো ট্যাব গ্রুপ তৈরি করেন, সেটি তার ক্রোমে সাইন ইন করা অন্য ডিভাইসেও পাওয়া যাবে। এই সুবিধা নিয়ন্ত্রণের জন্য সেটিংস মেনুতে একটি অপশন রয়েছে। এটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারী চাইলে এটি বন্ধ করতে পারবেন।

গুগল আরও কিছু নতুন সুবিধা যুক্ত করেছে। ২১ দিন ধরে ব্যবহৃত না হলে সেই ট্যাব ‘ইনঅ্যাকটিভ ট্যাব’ নামে নতুন একটি বিভাগে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধাটি সম্পূর্ণ বন্ধ করতে পারবেন অথবা ৭ বা ১৪ দিন পর নিষ্ক্রিয় ট্যাব সরানোর জন্য নির্ধারণ করতে পারবেন। একই ওয়েবসাইট যদি একাধিকবার খোলা থাকে, তবে শুধুমাত্র সর্বশেষ ব্যবহৃত ট্যাবটি সংরক্ষিত থাকবে, বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যাবে। এছাড়া, ৬০ দিন ধরে নিষ্ক্রিয় থাকা ট্যাবগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে ব্যবহারকারী চাইলে ব্রাউজিং ইতিহাস থেকে সেই ট্যাব পুনরুদ্ধার করতে পারবেন।

সূত্র: ৯টু৫গুগল ডটকম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এই স ব ধ ব যবহ র র জন য

এছাড়াও পড়ুন:

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের অতিরিক্ত অংশের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের রবিবার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত

১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সাথে যুক্ত অতিরিক্ত অংশের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২

এ ঘটনায় প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

ঢাকা/মুজিবুর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ