ট্যাব ব্যবস্থাপনায় অ্যান্ড্রয়েডের জন্য গুগল ক্রোমে নতুন সুবিধা
Published: 18th, February 2025 GMT
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন দুটি সুবিধা চালু করেছে গুগল ক্রোম। নতুন সুবিধার ফলে ব্রাউজারে ট্যাব ব্যবস্থাপনা আরও সহজ হবে। নতুন আপডেটে ট্যাব সার্চ ও ট্যাব গ্রুপ সিঙ্ক সুবিধা যুক্ত করা হয়েছে।
গুগল ক্রোমের নতুন আপডেটে ট্যাব সুইচার অংশে ‘সার্চ ইউর ট্যাবস’ নামে একটি সার্চবার যোগ করা হয়েছে। এটি চালু থাকা ওয়েবসাইটগুলোর তালিকার ওপরে থাকবে এবং স্ক্রিনের উপরে দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় ট্যাব খুঁজে নিতে পারবেন। সার্চ অপশনে ক্লিক করলে প্রথমে সাম্প্রতিক ট্যাবগুলোর তালিকা দেখা যাবে। এরপর নির্দিষ্ট কোনো শব্দ লিখলে সেটির সঙ্গে মিল থাকা ট্যাব, বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস ও ওয়েব অনুসন্ধান থেকে সংশ্লিষ্ট ফলাফল দেখাবে। ব্যবহারকারী সরাসরি কাঙ্ক্ষিত ট্যাবে যেতে পারবেন। নতুন এই সুবিধা ব্যক্তিগত মোডেও কাজ করবে। ডেস্কটপ সংস্করণে আগে থেকেই এই সুবিধা চালু ছিল। তবে এবার অ্যান্ড্রয়েডের জন্য ক্রোমের সর্বশেষ সংস্করণে এটি চালু করা হয়েছে।
ট্যাব ব্যবস্থাপনাকে আরও সহজ করতে ট্যাব গ্রুপ সিঙ্ক নামে আরেকটি সুবিধা চালু করেছে গুগল। এতে ব্যবহারকারী একাধিক ডিভাইসে একই ট্যাব গ্রুপ ব্যবহার করতে পারবেন। ট্যাব গ্রিডের ওপরে নতুন একটি চিহ্ন যুক্ত হয়েছে, যেখানে ব্যবহারকারীর অন্যান্য ডিভাইসে খোলা ট্যাব গ্রুপগুলোর তালিকা দেখা যাবে। অর্থাৎ, যদি কেউ ডেস্কটপে কোনো ট্যাব গ্রুপ তৈরি করেন, সেটি তার ক্রোমে সাইন ইন করা অন্য ডিভাইসেও পাওয়া যাবে। এই সুবিধা নিয়ন্ত্রণের জন্য সেটিংস মেনুতে একটি অপশন রয়েছে। এটি ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারী চাইলে এটি বন্ধ করতে পারবেন।
গুগল আরও কিছু নতুন সুবিধা যুক্ত করেছে। ২১ দিন ধরে ব্যবহৃত না হলে সেই ট্যাব ‘ইনঅ্যাকটিভ ট্যাব’ নামে নতুন একটি বিভাগে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধাটি সম্পূর্ণ বন্ধ করতে পারবেন অথবা ৭ বা ১৪ দিন পর নিষ্ক্রিয় ট্যাব সরানোর জন্য নির্ধারণ করতে পারবেন। একই ওয়েবসাইট যদি একাধিকবার খোলা থাকে, তবে শুধুমাত্র সর্বশেষ ব্যবহৃত ট্যাবটি সংরক্ষিত থাকবে, বাকিগুলো স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভ হয়ে যাবে। এছাড়া, ৬০ দিন ধরে নিষ্ক্রিয় থাকা ট্যাবগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে ব্যবহারকারী চাইলে ব্রাউজিং ইতিহাস থেকে সেই ট্যাব পুনরুদ্ধার করতে পারবেন।
সূত্র: ৯টু৫গুগল ডটকম
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই স ব ধ ব যবহ র র জন য
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা
আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের ছাপ, মুখাবয়ব বা ফোনের স্ক্রিন লকের সাহায্যে তাদের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন। ফলে আকারে বড় জটিল এনক্রিপশন কোড সংরক্ষণের প্রয়োজন হবে না।
২০২১ সালে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে, যা কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো, নয়তো ৬৪ অঙ্কের ‘এনক্রিপশন কী’ সংরক্ষণ করতে হতো। এর ফলে স্মার্টফোন হারালে বা নতুন স্মার্টফোনে পুরোনো তথ্য স্থানান্তর করতে বেশ সমস্যার সম্মুখীন হতেন ব্যবহারকারীরা। নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে। সেটিংস থেকে নতুন সুবিধাটি চালুর জন্য প্রথমে চ্যাটস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ অপশনে প্রবেশ করে এনক্রিপশন চালু করতে হবে।
পাসকি এনক্রিপশন সুবিধায় ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড দেখতে পারবে না। অর্থাৎ চ্যাট ইতিহাস, ছবি বা ভয়েস নোট সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণেই থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া