বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশালমিছিলকে কেন্দ্র করে দলটির অন্তত ছয় নেতা-কর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।

গতকাল রাত সাড়ে আটটার দিকে ধুনট উপজেলা সদরের মডেল মসজিদের সামনে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ কর্মী-সমর্থক মাস্ক পরে একটি মশালমিছিল বের করেন। মিছিলটি ধুনট-গোঁসাইবাড়ি সড়কের চারতলা এলাকায় পৌঁছালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিনসহ কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে তাঁরা হামলা ও ভাঙচুর করেছেন বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, হরতালের সমর্থনে বের করা মশালমিছিলে বিএনপির ১৫ থেকে ২০ নেতা-কর্মী ধাওয়া দেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সোনামুখী সড়ক হয়ে পালিয়ে যান। তাঁদের ধরতে না পেরে ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিনের অফিসার্সপাড়ার বাসায় হামলা করেন বিএনপির নেতা-কর্মীরা।

এ ছাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন তরফদার, যুবলীগ নেতা গোলাম মুহিত চাঁন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাব্বি, ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এ জি এম বাদশাহর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আওয়ামী লীগের মশালমিছিলের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে পাল্টা মিছিল করেছে ধুনট উপজেলা যুবদল।

বনি আমিনের স্ত্রী পারভীন আকতার প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ বাসার বাইরে হট্টগোল শোনা যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাইরে থেকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। বিকট শব্দে তিনটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। আতঙ্কে আমার শাশুড়ি ও ছোট ছোট দুই শিশু চিৎকার শুরু করে। প্রাণের ভয়ে বাসার ফটক বন্ধের পর বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিই। হামলাকারীরা ভেতরে ঢুকতে না পেরে পাশের এলাকায় আওয়ামী লীগ–সমর্থক আরও তিন-চারটি বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। হামলাকারীরা ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুনের অনুসারী।’

তবে অভিযোগটি অস্বীকার করেছেন আলীমুদ্দীন হারুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা মশালমিছিল করার চেষ্টা করলে দলীয় নেতা-কর্মী ও বিক্ষুব্ধ জনতা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। আওয়ামী লীগের কোনো কর্মী-সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরে বিএনপির কেউ জড়িত নন।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

সাইদুল আলম বলেন, এসব হামলা-ভাঙচুরের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।

এদিকে আওয়ামী লীগের হরতালের সমর্থনে গতকাল রাতে বগুড়া সদর, সারিয়াকান্দি, ধুনট ও শাজাহানপুরেও ঝটিকা মশালমিছিল হয়েছে। শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় মহাসড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে কেউ হতাহত হননি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র কর ম র গতক ল আওয় ম

এছাড়াও পড়ুন:

পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের আরও ২০০ মিটার বিলীন

পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের আরও ২০০ মিটার অংশ পদ্মায় বিলীন হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বাঁধটির ওই অংশ নদীতে বিলীন হয়। এ সময় নদীগর্ভে চলে গেছে বাঁধের পাশে থাকা ২০টি বসতবাড়ি। আর ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে ৫০টি বাড়ির বসতঘর ও বিভিন্ন স্থাপনা। এ নিয়ে ৬ দফায় বাঁধটির ৮০০ মিটার পদ্মায় বিলীন হয়ে গেল।

ভাঙন রোধে গত তিন মাসে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে ৭ কোটি টাকা ব্যয়ে ১ লাখ ৫৫ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। ভাঙনের কারণে তা–ও নদীতে তলিয়ে গেছে। বাঁধের ওই ৮০০ মিটার অংশের পাশে থাকা ৩৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৫০টি বসতবাড়ি গত দুই মাসে বিলীন হয়েছে। ভাঙন বৃদ্ধি পাওয়ায় তিনটি গ্রামের ৬০০ পরিবার এবং মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ঘাট ও বাজারের ২৪০টি ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকিতে পড়েছে।

শরীয়তপুর পাউবো ও স্থানীয় সূত্র জানা যায়, শরীয়তপুরের পদ্মা নদীর অংশ জাজিরার নাওডোবা এলাকা থেকে শুরু হয়েছে। পদ্মা সেতু নাওডোবার ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা নদীর ৫০০ মিটারের মধ্যে সার্ভিস এরিয়া ২, সেনানিবাস, পদ্মা সেতু দক্ষিণ থানাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এসব অবকাঠামো নির্মাণের জন্য যখন জমি অধিগ্রহণ করা হয়, তখন ২০১২ সালের দিকে নাওডোবা এলাকায় পদ্মার ভাঙন শুরু হয়। পদ্মা সেতু প্রকল্প এলাকা নদীভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য তখন সেতু থেকে ভাটির দিকে (পূর্ব দিকে) দুই কিলোমিটার এলাকায় ১১০ কোটি টাকা ব্যয়ে নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ওই বাঁধের পাশে (দক্ষিণ দিকে) আলাম খাঁরকান্দি, ওছিম উদ্দিন মাদবরকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি এবং মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ঘাট ও বাজার অবস্থিত।

পাউবো সূত্র বলছে, গত বছর নভেম্বর মাসে জাজিরার নাওডোবা জিরো পয়েন্ট এলাকায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের ১০০ মিটার অংশে ভাঙন দেখা দেয়। এরপর এ বছর ৭ জুন আবার বাঁধের ১০০ মিটার, ৭ জুলাই ২০০ মিটার, ৯ জুলাই ১০০ মিটার, ২৩ জুলাই ১০০ মিটার অংশ ভেঙে নদীতে ধসে পড়ে। বৃহস্পতি ও শুক্রবার ওই বাঁধের আরও ২০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে অস্থায়ী ভিত্তিতে ৬০০ মিটার অংশে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পাউবো। এ পর্যন্ত ওই এলাকায় ১ লাখ ৫৫ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। তাতে ব্যয় হয়েছে ৭ কোটি টাকা। তাও কোনো কাজে লাগেনি। ভাঙনের কারণে ওই জিও ব্যাগগুলো নদীতে তলিয়ে গেছে। ওই এলাকা দিয়ে নদী অন্তত ১০০ মিটার হতে ১৫০ মিটার ভেতরে (দক্ষিণ দিকে) প্রবেশ করেছে।

বৃহস্পতিবার বিকেলে পদ্মার ভাঙনে আলম খাঁরকান্দি এলাকার আবুল বাশার মাদবরের দুটি ঘরসহ বসতবাড়ি বিলীন হয়ে গেছে। ঘরের অবশিষ্ট জিনিসপত্র তিনি সড়কের পাশে স্তূপ করে রেখেছেন। আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘পদ্মা তীরে বাড়ি হওয়ায় তিন দফা ভাঙনের কবলে পড়েছি। পদ্মা সেতু নির্মাণের সময় বাড়ির সঙ্গে বাঁধটি হওয়ায় ভেবেছিলাম আর কখনো ভাঙনে নিঃস্ব হতে হবে না। কিন্তু তা আর হলো না, আমার সব শেষ। এখন বেঁচে থাকার জন্য আর কিছুই রইল না। উদ্বাস্তু হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছি।’

ভাঙন আতঙ্কে গতকাল শুক্র ও আজ শনিবার তিনটি গ্রামের ৫০টি বসতবাড়ির বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। আলী হোসেন মাদবর নামের একজন শনিবার সকাল থেকে দুটি বসতঘর ভেঙে মালামাল সরাচ্ছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘ভাঙনের কারণে একটু দুশ্চিন্তায় ছিলাম। রাতে আতঙ্কে ঘুমাতে পারতাম না। এখন আর পদ্মা পারে থাকতেই পারলাম না। বাপ-দাদার ভিটেমাটি ফেলে ঘর নিয়ে চলে যাচ্ছি। জানি না কোথায় গিয়ে আশ্রয় নেব।’

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান প্রথম আলোকে জানান, নদীতে অনেক স্রোত। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। ভাঙনের কারণে বালুভর্তি জিও ব্যাগ নদীতে তলিয়ে যাচ্ছে। জাজিরার ওই স্থানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘নদীভাঙনের শিকার হয়ে মানুষ নিঃস্ব হচ্ছে, এটা কষ্টদায়ক। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য টিন, নগদ টাকা ও খাদ্য সহায়তা দিয়েছি। যাঁরা ভিটেমাটি হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছেন, তাঁদের পুনর্বাসন করার জন্য খাসজমি খোঁজা হচ্ছে। সেই জমিতে তাঁদের ঘর নির্মাণ করে দেওয়া হবে।’

সম্পর্কিত নিবন্ধ