সুনামগঞ্জে বিএনপির ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণা, দুই উপজেলায় হাতাহাতি-বিক্ষোভ
Published: 25th, February 2025 GMT
সুনামগঞ্জে বিএনপির ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে এসব কমিটি ঘোষণার পর জেলার জগন্নাথপুর উপজেলায় দলের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া দিরাই উপজেলায় কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতা–কর্মীরা।
সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল দুজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে দিনভর সুনামগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় বৈঠক করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা। পরে রাতে ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক ও চারজন করে যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করা হয়েছে। অন্য কোনো পদ বা সদস্যদের নাম ঘোষণা করা হয়নি।
১৬ ইউনিটের আংশিক কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন।
কমিটি ঘোষণার পর রাত ১১টার দিকে জগন্নাথপুর উপজেলায় সংগঠনের এক পক্ষ আনন্দ মিছিল বের করে। পরে জগন্নাথপুর পৌর পয়েন্টে দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে প্রথম কথা–কাটাকাটি এবং পরে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একই সময় দিরাই উপজেলা শহরে ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেন একাংশের নেতা–কর্মীরা।
ঘোষিত কমিটির মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় আহ্বায়ক হিসেবে আছেন ফারুক আহমদ (লিলু), সুনামগঞ্জ পৌরসভায় সাইফুল্লাহ হাসান (জুনেদ), বিশ্বম্ভরপুর উপজেলায় রাজু আহমেদ, জামালগঞ্জ উপজেলায় শফিকুর রহমান, তাহিরপুর উপজেলায় বাদল মিয়া, মধ্যনগর উপজেলায় আবে হায়াত, ধর্মপাশা উপজেলায় লিয়াকত আলী, শান্তিগঞ্জ উপজেলায় জালাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলায় আবু হুরায়রা ছাদ, জগন্নাথপুর পৌরসভায় সালাউদ্দিন মিঠু, ছাতক উপজেলায় ফরিদ উদ্দিন আহমদ, ছাতক পৌরসভায় শামছুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলায় আলতাফুর রহমান (খসরু), দিরাই উপজেলায় আমির হোসেন, দিরাই পৌরসভায় মিজানুর রহমান এবং শাল্লা উপজেলায় আহ্বায়ক সিরাজুল ইসলাম।
গত বছরের ৪ নভেম্বর জেলা বিএনপির কমিটি ভেঙে কলিম উদ্দিন আহমদকে আহ্বায়ক করে ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে কমিটিতে দলের নেতা আবদুল হকসহ (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) আরও পাঁচজনকে যুক্ত করা হয়। আহ্বায়ক কমিটি প্রথম বৈঠকে জেলার ১৬টি ইউনিট কমিটি ভেঙে দেয়। পরে এসব কমিটির আহ্বায়ক পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। এতে প্রায় ৪০০ জীবনবৃত্তান্ত জমা পড়ে। জেলা কমিটির নেতারা বৈঠক করে এসব জীবনবৃন্তান্ত যাচাই-বাছাই করেন। ১৬ ফেব্রুয়ারি এসব কমিটি ঘোষণার কথা থাকলেও জেলা কমিটির নেতারা কিছু নাম নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় ওই দিন কমিটি ঘোষণা করা হয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র উপজ ল য় স ন মগঞ জ ই উপজ ল প রসভ য় ব এনপ র কম ট র ক কম ট
এছাড়াও পড়ুন:
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সূচি ও ভেন্যু ঘোষণা
নারী ক্রিকেটের বৈশ্বিক মঞ্চে আবারও আলো ছড়াতে প্রস্তুত হচ্ছে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথভাবে ঘোষণা করেছে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর তালিকা। ১২ জুন শুরু হয়ে এই ক্রিকেট উৎসব চলবে ৫ জুলাই পর্যন্ত, যার সমাপ্তি ঘটবে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমকালো ফাইনালের মাধ্যমে।
এই আসরে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিচ্ছে, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৩৩টি ম্যাচে। ক্রিকেটপ্রেমীদের জন্য ২৪ দিনের রোমাঞ্চকর এক প্রতিযোগিতা অপেক্ষা করছে।
টুর্নামেন্টের সূচি উন্মোচনের অনুষ্ঠানটি আয়োজন করা হয় লর্ডসে। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ইসিবি প্রধান রিচার্ড গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ঐতিহাসিক ও আধুনিক ভেন্যুতে— লর্ডস (লন্ডন), ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), দ্য ওভাল (লন্ডন) এবং ব্রিস্টল।
আরো পড়ুন:
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স অনুর্ধ্ব-১৯ মেয়েরা
অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েও বাংলাদেশের হৃদয় ভাঙা হার
আগামী আসরে সরাসরি জায়গা করে নিয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল: স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি চারটি দল আসবে কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে, যেখানে বাংলাদেশসহ আরও বেশ কিছু দলকে লড়াই করতে হবে মূলপর্বে জায়গা পাওয়ার জন্য।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বার্তায় জানান, “২০১৭ সালে নারী ক্রিকেট ইতিহাসে যে অধ্যায় লর্ডসে রচিত হয়েছিল, এবার আমরা সেই আবহে ফিরে যেতে চাই। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
ইসিবি প্রধান রিচার্ড গুল্ড বলেন, “আমরা গর্বিত যে বিশ্বের সেরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। নারী ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর লর্ডসে ফাইনাল আয়োজন—এটা প্রতিটি ক্রিকেটারের স্বপ্নপূরণের এক সম্ভাবনা।”
ঢাকা/আমিনুল