গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হাতে ব্যাগ নিয়ে বাজারে যান ক্রেতা হোসেন জয়। দোকানির কাছে কাঁচা মরিচের দাম শুনেই আঁতকে ওঠেন তিনি। এই ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে আঁধা কেজি কাঁচা মরিচ কিনেছি ২৫ থেকে ৩০ টাকায়। সপ্তাহ ব্যবধানে এক পোয়ার দাম হয়েছে ৭০ টাকা। এই হিসাবে ২৮০ টাকা কেজি কাঁচা মরিচ।

হোসেন জয়ের বাড়ি সাটুরিয়া বাজার এলাকায়। বৃহস্পতিবার দুপুরে সাপ্তাহিক সাটুরিয়া হাটের খুচরা বাজারে কেনাকাটা করতে যান তিনি। এ সময় তার সঙ্গে কথা হলে বলেন, সবজি ও কাঁচা মরিচ কিনতে বাজারে এসেছেন। কিন্তু হঠাৎ করে কাঁচা মরিচের দাম শুনেই চমকে ওঠেন তিনি।

বৃহস্পতিবার সাটুরিয়া হাটে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের সরবারহ কম। এতে কাঁচা মরিচসহ কয়েকটি সবজির দাম বেড়ে গেছে। ক্রেতারা বলেছেন, এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। সপ্তাহ ব্যবধানে সেই কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছে তিনগুণ। ২০০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে এক কেজি কাঁচা মরিচ।

ব্যবসায়ীরা বলেছেন, কয়েকদিনে টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের চাহিদার চেয়ে সরবারহ কম হয়েছে। এতে খুচরা বাজারে কাঁচা মরিচসহ সব ধরনের সবজির দাম বেশি। বৃষ্টির কারণেই বাজারে সব ধরনের কাঁচা পণ্যের দাম হু হু করে বেড়ে যাচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

সাটুরিয়া উপজেলার পল্লী হাটের কাঁচা বাজারের আঁড়তের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলতে পারছেন না কৃষক। এতে বাজারে মরিচ ও সবজির সরবারহ কমে গেছে। ফলে কাঁচা মরিচের দাম তিনগুণ হয়ে গেছে। বেড়েছে সব ধরণের সবজির দামও। কাঁচা মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় অস্বস্থিতে পড়েছেন ক্রেতারা।

সাটুরিয়া হাটে আসা পাইকারী ও খুচরা বিক্রেতা জাকির হোসেন বলেন, গত সপ্তাহে এই হাটে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করছেন ২০০ থেকে ২৮০ টাকায়। বৃহস্পতিবার ভোরে পল্লী হাট আঁড়ত থেকে কাঁচা মরিচ পাইকারি কিনতে হয়েছে ২০০ টাকার ওপরে। এছাড়া বৃষ্টির দিনে কাঁচা মরিচ পানি পেলে পচে নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে প্রকার ভেদে ২০০ থেকে ২৮০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে।

উপজেলার খুচরা বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে কয়েকটি সবজির দাম কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। খুচরা বাজারে বেগুন এক সপ্তাহ আগে ৬০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ঢেড়সে ১০ টাকা, পটোলে ২০ টাকা, লাউয়ে ৩০ টাকা, করলায় ২০ টাকা দাম বেড়েছে। গত এক সপ্তাহে পেঁয়াজের দামও বেড়েছে কিছুটা। প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ৫ টাকা।

পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা মরিচ ও সবজির দাম ওঠানামা করে। আগের দিন এক দাম ও পরের দিন আরেক দামে বিক্রি হয়ে থাকে। মূলত সরবারহ বাড়লে দাম কমে যায়। আর সরবারহ কমে গেলে দাম বেড়ে যায়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রায়ই অভিযান চালানো হয়। খুচরা ও পাইকারি বাজারে কাঁচামাল বেশি দরে বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক চ মর চ ম ন কগঞ জ সবজ র দ ম ২৮০ ট ক ব যবস

এছাড়াও পড়ুন:

শিক্ষকের ওপর হামলা, জবি ছাত্রদল নেতা মাহমুদুলের পদ স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) তিন নেতার ওপর হামলার ঘটনায় জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি মর্যাদার) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ আগামী ১ মাসের জন্য স্থগিত করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর করেন তারা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। 

সম্পর্কিত নিবন্ধ