এফএ কাপে টানা দ্বিতীয় ম্যাচে শঙ্কার মধ্যে পড়েছিল ম্যানচেস্টার সিটি। আগের রাউন্ডে লিভারপুলকে হারিয়ে চমক দেখানো প্লাইমাউথ আরগাইল এবারও শুরুতেই তাদের জালে বল পাঠিয়ে চাপে ফেলে দিয়েছিল পেপ গার্দিওলার দলকে।

তবে এবার অঘটন এড়াতে দারুণ প্রত্যাবর্তন দেখিয়েছে সিটি। টিনএজার নিকো ও’রেইলির জোড়া গোল ও কেভিন ডি ব্রুইনার নির্ভরযোগ্য ফিনিশিংয়ে ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ম্যানসিটি।

খেলার ৩৮ মিনিটে মাকসিম তালোভিয়েরোভের গোল প্লাইমাউথ সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়। তবে বিরতির ঠিক আগে, স্টপেজ টাইমে ডি ব্রুইনার ক্রসে ও’রেইলি হেড করে সমতা ফেরান সিটি। ৭৬ মিনিটে ফিল ফোডেনের কর্নারে আরও একটি দুর্দান্ত হেডে সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ও’রেইলি। এরপর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল করে সব শঙ্কা উড়িয়ে দেন ডি ব্রুইনা।

এর আগে তৃতীয় স্তরের ক্লাব লেইটন অরিয়েন্টের বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছিল সিটি। এবারও শুরুর ধাক্কা সামলে দারুণ প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল ইংলিশ জায়ান্টরা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়।

এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

হেগসেথ–রাজনাথ সিং আলাপের আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ