পাঁচ দিন ধরেই টানা জ্বর। গত সপ্তাহে শুটিং করে গলার স্বরও বসে গেছে। এমন অবস্থায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে এই অভিনেতাকে। চিকিৎসক বলে দিয়েছেন, বিশ্রাম নিতে হবে। সেখানে অসুস্থতা নিয়েই বাধ্য হয়ে শুটিং করতে হচ্ছে অভিনেতা আবদুন নূর সজলকে।

বুধবার শুরু হয়েছে ‘জ্বীন-৩’ সিনেমার শেষ মুহূর্তের শুটিং। এদিকে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। যে কারণে পূর্বনির্ধারিত সময়ের শিডিউলে শুটিং করতে হচ্ছে সজলকে। এই অভিনেতা বলেন, ‘সর্বশেষ শুটিংয়ে দৃশ্যের প্রয়োজনে উচ্চ স্বরে কথা বলতে হয়েছে। এ জন্য ছয় দিন আগে প্রথম গলা ভাঙে। এখন ইনফেকশন হয়ে গেছে। ঠিকমতো কথা বলতে পারছি না। পরে চার দিন ধরে জ্বরে কাহিল।’

অভিনেতা আবদুন নুর সজল।’ ছবি: ফেসবুক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

গতকাল বুধবার মাউশির অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব (ওপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এ ছাড়া গ্রেড-১০ থেকে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এই গ্রেডের শিক্ষকেরা ‘বিশেষ সুবিধা’র ক্ষেত্রে কেউই ১ হাজার ৫০০ টাকার কম পাবেন না।

আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগে

দেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।

সম্পর্কিত নিবন্ধ