কূটকৌশলে নির্বাচন বিলম্বিত করার অভিযোগ
Published: 21st, March 2025 GMT
মোংলা বন্দরের কর্মচারীদের সিবিএ সংগঠন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন ইস্যুতে আবারও শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ-হতাশা বিরাজ করছে। প্রায় ৩ বছর আগে এ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হওয়া পর অ্যাডহক কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে।
অভিযোগ উঠেছে, সাধারণ কর্মচারীরা যখন দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছেন, তখনই বর্তমান এডহক কমিটি ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন কূটকৌশলের আশ্রয় নিয়ে নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে উঠেপড়ে লেগেছে। এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষের সাধারণ কর্মচারী ও শ্রমিকদের মধ্যে সিবিএর নির্বাচন ইস্যুতে ক্ষোভ, অসন্তোষ ও হতাশা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মোংলা বন্দর কর্তৃপক্ষে কর্মরত ৮ শতাধিক কর্মচারী এই সিবিএর সদস্য। প্রতি দু’বছর অন্তর এখানে ভোটের মাধ্যমে সাধারণ পরিষদ নির্বাচিত হয়। সর্বশেষ বছরখানেক আগে বর্তমান সিবিএর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে নির্বাচনী তপশিল ঘোষণা করা হয়। এর পর বিভিন্ন মামলা-সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গত বছরের ৮ নভেম্বর খুলনার যুগ্ম শ্রম পরিচালকের নির্দেশনায় ৪৫ দিনের মেয়াদে ৫ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। কিন্তু অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে পারেনি।
প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ২০২১ সালের শেষ দিকে সিবিএ নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়। তখন আওয়ামী লীগ নেতা খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রভাব বিস্তার ও তাঁর মনোনীতদের সিবিএর কর্তৃত্ব দখলের প্রচেষ্টায় মরিয়া হয়ে ওঠেন। এ নিয়ে পরস্পরবিরোধী কয়েকটি মামলা ও গ্রুপিংয়ে আটকে যায় সিবিএ নির্বাচন। এক পর্যায়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে সিবিএ খালেকের প্রভাবমুক্ত হয়। পরে খুলনা যুগ্ম শ্রম অধিদপ্তর দ্রুত নির্বাচনী
কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করে। একই সঙ্গে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সাধারণ শ্রমিক ও কর্মচারীদের অভিযোগ, চলতি বছর জানুয়ারিতে সিবিএর নির্বাচন প্রস্তুতি শুরু হলেও অ্যাডহক কমিটিতে নানা তদবিরে ঠাঁই নেওয়া আওয়ামী লীগের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের স্থানীয় চিহ্নিত কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে বিভিন্ন দপ্তরে উড়ো চিঠিসহ মামলার ফাঁদে ফেলে নির্বাচন বানচালে চক্রান্ত চালাচ্ছে।
এ অবস্থায় দ্রুত নির্বাচনের দাবিতে শ্রমিক-কর্মচারীরা গত কয়েক দিন ধরে লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে সিবিএ কার্যালয়ের সামনে কর্মচারীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। কর্মচারী নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিবিএর সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম পল্টু, সরোয়ার হোসেন খোকন, ফকির জাহিদুল ইসলাম, হারুন অর রশিদ, নাসির চৌধুরী, এনামুল হক ও ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দ্রুত সময়ে সিবিএ সংগঠনের নির্বাচনের দাবি জানান।
বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম পল্টু অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আঞ্চলিক শ্রম অধিদপ্তর ৫ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি ও তিন সদস্য নির্বাচন পরিচালন কমিটি গঠন করে। অ্যাডহক কমিটির মেয়াদ সংবিধান অনুযায়ী ৪৫ দিনে শেষ হয়ে গেলেও তারা নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে। তিনি আরও বলেন, এসব কারণে অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত করে দ্রুত নির্বাচন দাবিতে এরই মধ্যে আঞ্চলিক শ্রম অধিদপ্তরে গণস্বাক্ষরিত আবেদন করেছেন বন্দরের সাত শতাধিক শ্রমিক-কর্মচারী।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নুর উদ্দিন টুটুল আক্ষেপ প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। কিন্তু স্বার্থান্বেষী একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে হীন চক্রান্তে মেতেছে। এতে একদিকে বন্দরের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। তবে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা তৎপরতা চালাচ্ছেন।
বর্তমান অ্যাডহক কমিটির আহ্বায়ক মতিউর রহমান সাকিব দাবি করেন, তারা দ্রুত নির্বাচন অনুষ্ঠান চাইছেন, কিন্তু আদালতে মামলার কারণে জটিলতা সৃষ্টি হওয়ায় নির্বাচন বিলম্বিত হচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ব এর শ ষ হয় স গঠন সদস য
এছাড়াও পড়ুন:
নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের অতিরিক্ত অংশের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের রবিবার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত
১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সাথে যুক্ত অতিরিক্ত অংশের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২
এ ঘটনায় প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
ঢাকা/মুজিবুর/মেহেদী