শ্রমিক নেতা আব্দুল মোমিন ও আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা
Published: 18th, April 2025 GMT
নারায়ণগঞ্জ শ্রম আদালতের সম্মানিত সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর অফিসে অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব নুরুল আমিন।
বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) এর প্রদত্ত ক্ষমতাবলে সম্মানিত শ্রমিক প্রতিনিধি হিসেবে নারায়ণগঞ্জ শ্রম আদালতের সদস্য হওয়ায় উভয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ এর পরিচালক জনাব নুরুল আমিন, সহকারী অঞ্চল পরিচালক জনাব এস এম শাজাহান, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক সহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মনে করেন এর মাধ্যমে মালিক- শ্রমিক মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে এই অঞ্চলে অগ্রনী ভূমিকা পালনে সহায়ক হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
১৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৮নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১১ অক্টোবর ) বিকেল চারটায় শহরের ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যার মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শীতলক্ষ্যার মোড় থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিভিন্ন দোকান, পথচারী ও শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করেন।
মহানগর ১৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শাহজালাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. নুরুল কাদির সোহাগ, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন মাদবর, সহ- সভাপতি আলতাফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জাকির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সদর থানা শ্রমিকদলের আহ্বায়ক অলক ইসলাম, সদস্য সচিব নাসির সরদার, বিএনপি নেতা কাজী সেজান, ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম নাঈম প্রমুখ।