কয়েকমাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বলিউডের কাপুর পরিবার। রাজ কাপুরের ১০০ বছরের জন্মদিন উদযাপনের আমন্ত্রণ জানাতেই মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। এবার পরিবারসহ নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা।

আজ দুপুরে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তোলা একাধিক ছবি শেয়ার করেছেন রণদীপ। ছবিতে রণদীপের সঙ্গে ছিলেন তার মা আশা হুদা এবং বোন ড.

অঞ্জলি হুদা। এ সাক্ষাতকে জীবনের এক ‘বড় সম্মান ও গৌরব’ হিসেবে উল্লেখও করেছেন অভিনেতা।

ছবির ক্যাপশনে রণদীপ লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে সাক্ষাৎ করা এক অসাধারণ সম্মান এবং গৌরবের বিষয়। দেশের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি, জ্ঞান এবং চিন্তাভাবনা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার কাঁধে হাত রেখে উৎসাহ দেওয়া আমাদের মতো কর্মীদের জন্য বড় প্রেরণা।’

রণদীপ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনার বিষয় ছিল ভারতীয় সিনেমার বিশ্বব্যাপী উত্থান এবং ‘অথেন্টিক স্টোরিটেলিং’-এর শক্তি। এছাড়াও আগামী ১ মে থেকে ৪ মে পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়াল্ড অডিও ভিজুয়্যাল আ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট’ সম্মেলন নিয়েও কথা হয় তাদের।

প্রসঙ্গত, রণদীপ হুদার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জাট’, যেটি ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সানি দেওল, বিনীত কুমার সিং এবং সায়ামি খের।

এছাড়া গত সপ্তাহেই নির্মাতারা এই ছবির দ্বিতীয় পর্ব নির্মাণের ঘোষণা দিয়েছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: রণদ প হ দ

এছাড়াও পড়ুন:

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের অতিরিক্ত অংশের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের রবিবার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত

১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সাথে যুক্ত অতিরিক্ত অংশের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২

এ ঘটনায় প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

ঢাকা/মুজিবুর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ