ফাহাদ-জাওয়াদের রেকর্ডময় দিনে বাংলাদেশের জয়
Published: 28th, April 2025 GMT
কলম্বোতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে প্রথম ম্যাচে পাত্তা পায়নি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি যুবারা। সোমবার (২৮ এপ্রিল) ৯ উইকেটের বিশাল ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ।
যে ম্যাচে জয়ের নায়ক পেসার আল ফাহাদ ও ওপেনার জাওয়াদ আবরার। পেসার আল ফাহাদ ৪৪ রানে ৬ উইকেট পেয়েছেন। জাওয়াদ ১০৬ বলে ১৩০ রান করেছেন ১৪ চার ও ৬ ছক্কায়। দুই ক্রিকেটারের ব্যাট-বলের দাপটে স্রেফ উড়ে গেছে লঙ্কান যুবারা।
কলম্বোতে আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা যুব দল ৪৮.
আরো পড়ুন:
বল ঘুরল, বাংলাদেশ হাসল
আবাহনীর ২৪ নাকি মোহামেডানের ১০!
যুব ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন বোলার ৬ উইকেট শিকার করেছেন। ফাহাদ সবশেষ এই তালিকায় প্রবেশ করলেন। তবে প্রথম পেসার হিসেবে তিনি পেলেন ৬ উইকেট। এর আগে সঞ্জিত সাহা ১৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন। এছাড়া মাহফুজুল রহমান রাব্বী ২৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন। আজ নতুন বলে ফাহাদ শুরুতে ১ উইকেট পান। পরবর্তীতে শেষ দিকে বোলিংয়ে ফিরে ধস নামান। ফাহাদ বাদে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন ইকবাল ইমন। ২ উইকেট পেয়েছেন এই পেসার।
শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেনাটিগালা। ৪৭ রান আসে দিনুরা ডামিসিথের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে জাওয়াদের ব্যাটে উড়ে যায় শ্রীলঙ্কা। ডানহাতি এই ওপেনার চার-ছক্কার বৃষ্টি নামান ২২ গজে। আরেক ওপেনার কালাম সিদ্দীক ৫ রানে আউট হলেও রান তাড়ায় কোনো প্রভাব পড়েনি। জাওয়াদ ও আজিজুল জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। দুজন দ্বিতীয় উইকেটে ১৮০ রানের জুটি গড়েন যা দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তারা ভেঙেছেন এনামুল হক ও লিটন দাসের ১৭৯ রানের রেকর্ড।
যুব ক্রিকেটে জাওয়াদের এটি প্রথম সেঞ্চুরিতে। ১৩০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। যা যুব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৫ সালে ডারবানে ১৫০ রান করেছিলেন পিনাক ঘোষ। ১৩০ রানের ইনিংসে জাওয়াদ ৯২ রানই করেছেন বাউন্ডারিতে। যা এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের যুব ক্রিকেটে সর্বোচ্চ রান। পিনাক তার ১৫০ রানের ইনিংসে বাউন্ডারিতে ৯০ রান পেয়েছিলেন। জাওয়াদের সঙ্গে ৬৯ রানে অপরাজিত থাকেন আজিজুল হাকিম। ৮৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় আজিজুল ইনিংসটি খেলেন।
৯৩ বল হাতে রেখে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়। এর চেয়েও বড় জয় যুব ক্রিকেটে আছে বাংলাদেশের।
কলম্বোতে পহেলা মে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প য় ছ ৬ উইক ট
এছাড়াও পড়ুন:
ডিপিডিসিতে চাকরি, পদ ১টি, বেতন ১ লাখ ৭৫ হাজারের সঙ্গে নানা সুযোগ
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সম্প্রতি ১টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। চুক্তিভিত্তিক এ পদে তিন বছরের জন্য এমডি নিয়োগ দেবে ডিপিডিসি। এ পদের জন্য মাসে বেতন ১ লাখ ৭৫ হাজার টাকা। এর বছরে উৎসব বোনাস, বাসস্থানসহ নানা সুবিধা মিলবে।
বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। এমডি পদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদ ভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে ।
আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫চাকরিতে আবেদনের বয়সআবেদনকারী প্রার্থীর বয়স ২৩-০৭-২০২৫ তারিখে সর্বনিম্ন ৫০ বছর ও সর্বোচ্চ ৬২ বছর হতে হবে।
আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ২১-০৮-২০২৫ তারিখের মধ্য জমা দিতে পারবেন।
আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশন বিশাল নিয়োগ, পদ ৩৬৩২৮ জুলাই ২০২৫