কলম্বোতে পাঁচ ম‌্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে প্রথম ম‌্যাচে পাত্তা পায়নি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি যুবারা। সোমবার (২৮ এপ্রিল) ৯ উইকেটের বিশাল ব‌্যবধানে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ।

যে ম‌্যাচে জয়ের নায়ক পেসার আল ফাহাদ ও ওপেনার জাওয়াদ আবরার। পেসার আল ফাহাদ ৪৪ রানে ৬ উইকেট পেয়েছেন। জাওয়াদ ১০৬ বলে ১৩০ রান করেছেন ১৪ চার ও ৬ ছক্কায়। দুই ক্রিকেটারের ব‌্যাট-বলের দাপটে স্রেফ উড়ে গেছে লঙ্কান যুবারা।

কলম্বোতে আগে ব‌্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা যুব দল ৪৮.

৫ ওভারে ২১১ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৪.৩ ওভারে লক্ষ‌্য ছুঁয়ে ফেলে।

আরো পড়ুন:

বল ঘুরল, বাংলাদেশ হাসল

আবাহনীর ২৪ নাকি মোহামেডানের ১০!

যুব ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন বোলার ৬ উইকেট শিকার করেছেন। ফাহাদ সবশেষ এই তালিকায় প্রবেশ করলেন। তবে প্রথম পেসার হিসেবে তিনি পেলেন ৬ উইকেট। এর আগে সঞ্জিত সাহা ১৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন। এছাড়া মাহফুজুল রহমান রাব্বী ২৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন। আজ নতুন বলে ফাহাদ শুরুতে ১ উইকেট পান। পরবর্তীতে শেষ দিকে বোলিংয়ে ফিরে ধস নামান। ফাহাদ বাদে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন ইকবাল ইমন। ২ উইকেট পেয়েছেন এই পেসার।

শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেনাটিগালা। ৪৭ রান আসে দিনুরা ডামিসিথের ব‌্যাট থেকে।

জবাব দিতে নেমে জাওয়াদের ব‌্যাটে উড়ে যায় শ্রীলঙ্কা। ডানহাতি এই ওপেনার চার-ছক্কার বৃষ্টি নামান ২২ গজে। আরেক ওপেনার কালাম সিদ্দীক ৫ রানে আউট হলেও রান তাড়ায় কোনো প্রভাব পড়েনি। জাওয়াদ ও আজিজুল জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। দুজন দ্বিতীয় উইকেটে ১৮০ রানের জুটি গড়েন যা দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তারা ভেঙেছেন এনামুল হক ও লিটন দাসের ১৭৯ রানের রেকর্ড।

যুব ক্রিকেটে জাওয়াদের এটি প্রথম সেঞ্চুরিতে। ১৩০ রানে অপরাজিত থাকেন এই ব‌্যাটসম‌্যান। যা যুব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৫ সালে ডারবানে ১৫০ রান করেছিলেন পিনাক ঘোষ। ১৩০ রানের ইনিংসে জাওয়াদ ৯২ রানই করেছেন বাউন্ডারিতে। যা এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম‌্যানের যুব ক্রিকেটে সর্বোচ্চ রান। পিনাক তার ১৫০ রানের ইনিংসে বাউন্ডারিতে ৯০ রান পেয়েছিলেন। জাওয়াদের সঙ্গে ৬৯ রানে অপরাজিত থাকেন আজিজুল হাকিম। ৮৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় আজিজুল ইনিংসটি খেলেন।

৯৩ বল হাতে রেখে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়। এর চেয়েও বড় জয় যুব ক্রিকেটে আছে বাংলাদেশের।

কলম্বোতে পহেলা মে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প য় ছ ৬ উইক ট

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ