ফাহাদ-জাওয়াদের রেকর্ডময় দিনে বাংলাদেশের জয়
Published: 28th, April 2025 GMT
কলম্বোতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে প্রথম ম্যাচে পাত্তা পায়নি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি যুবারা। সোমবার (২৮ এপ্রিল) ৯ উইকেটের বিশাল ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ।
যে ম্যাচে জয়ের নায়ক পেসার আল ফাহাদ ও ওপেনার জাওয়াদ আবরার। পেসার আল ফাহাদ ৪৪ রানে ৬ উইকেট পেয়েছেন। জাওয়াদ ১০৬ বলে ১৩০ রান করেছেন ১৪ চার ও ৬ ছক্কায়। দুই ক্রিকেটারের ব্যাট-বলের দাপটে স্রেফ উড়ে গেছে লঙ্কান যুবারা।
কলম্বোতে আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা যুব দল ৪৮.
আরো পড়ুন:
বল ঘুরল, বাংলাদেশ হাসল
আবাহনীর ২৪ নাকি মোহামেডানের ১০!
যুব ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন বোলার ৬ উইকেট শিকার করেছেন। ফাহাদ সবশেষ এই তালিকায় প্রবেশ করলেন। তবে প্রথম পেসার হিসেবে তিনি পেলেন ৬ উইকেট। এর আগে সঞ্জিত সাহা ১৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন। এছাড়া মাহফুজুল রহমান রাব্বী ২৯ রানে ৬ উইকেট পেয়েছিলেন। আজ নতুন বলে ফাহাদ শুরুতে ১ উইকেট পান। পরবর্তীতে শেষ দিকে বোলিংয়ে ফিরে ধস নামান। ফাহাদ বাদে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন ইকবাল ইমন। ২ উইকেট পেয়েছেন এই পেসার।
শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেনাটিগালা। ৪৭ রান আসে দিনুরা ডামিসিথের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে জাওয়াদের ব্যাটে উড়ে যায় শ্রীলঙ্কা। ডানহাতি এই ওপেনার চার-ছক্কার বৃষ্টি নামান ২২ গজে। আরেক ওপেনার কালাম সিদ্দীক ৫ রানে আউট হলেও রান তাড়ায় কোনো প্রভাব পড়েনি। জাওয়াদ ও আজিজুল জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। দুজন দ্বিতীয় উইকেটে ১৮০ রানের জুটি গড়েন যা দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তারা ভেঙেছেন এনামুল হক ও লিটন দাসের ১৭৯ রানের রেকর্ড।
যুব ক্রিকেটে জাওয়াদের এটি প্রথম সেঞ্চুরিতে। ১৩০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। যা যুব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৫ সালে ডারবানে ১৫০ রান করেছিলেন পিনাক ঘোষ। ১৩০ রানের ইনিংসে জাওয়াদ ৯২ রানই করেছেন বাউন্ডারিতে। যা এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের যুব ক্রিকেটে সর্বোচ্চ রান। পিনাক তার ১৫০ রানের ইনিংসে বাউন্ডারিতে ৯০ রান পেয়েছিলেন। জাওয়াদের সঙ্গে ৬৯ রানে অপরাজিত থাকেন আজিজুল হাকিম। ৮৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় আজিজুল ইনিংসটি খেলেন।
৯৩ বল হাতে রেখে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়। এর চেয়েও বড় জয় যুব ক্রিকেটে আছে বাংলাদেশের।
কলম্বোতে পহেলা মে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প য় ছ ৬ উইক ট
এছাড়াও পড়ুন:
বকেয়া রিকশা ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের নবীগঞ্জে বকেয়া রিকশা ভাড়া আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। গত মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের শান্তিনগরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের রুহুল আমিন, জান্নাতুল বেগম, তাহমিনা বেগম, উজ্জ্বল মিয়া, ইকবাল মিয়া, সিতন মিয়া, উজ্জ্বল মিয়া (২), সুফিয়া বেগম ও উমর আলী। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কানাইপুর গ্রামের শান্তিনগর এলাকার বাহার মিয়ার ছেলে রুহুল আমিন একই গ্রামের রুশন মিয়ার ছেলে আলমগীরের কাছে বকেয়া ৫০ টাকা রিকশা আদায় করতে যায়। এ সময় আলমগীর ভাড়া পরিশোধ না করে রুহুল আমিনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে উভয় পরিবারের লোকজন ও স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রিকশাচালক রুহুল আমিন বলেন, ‘আমি আলমগীরের কাছে রিকশা ভাড়া আদায়ে গেলে সে আমাকে মারধর করে। প্রতিবাদ করলে সে আরও উত্তেজিত হয়ে দলবল নিয়ে এসে হামলা করে। আজকে (বুধবার) আবার এলে আমার আত্মীয়স্বজন প্রতিবাদ করতে জড়ো হন।’
আলমগীর মিয়া বলেন, ‘সে রিকশা ভাড়া চাইতে এসে আমাকে খারাপ ভাষায় গালাগাল করেছে। তাই তাকে শাসিয়েছি।’
নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পুলিশ উভয়পক্ষকে আবারও সংঘর্ষে জড়ানো থেকে নিবৃত্ত করেছে। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।