ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ সম্মাননা অনুষ্ঠানে যাচ্ছেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান
Published: 4th, May 2025 GMT
ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ সম্মাননা অনুষ্ঠানে যাচ্ছেন সিস্টেম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম। রিয়েল এস্টেট খাতে অসামান্য অবদানের জন্য ব্রিটিশ পার্লামেন্টের লর্ড ব্যারোনেস পলাউদ্দিনের আমন্ত্রণে আগামী ১৫ মে লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে আয়োজিত ওই বিশেষ সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
আগামী ১৪ মে লন্ডনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কোম্পানির চিফ এক্সিকিউটিভদের নিয়ে আয়োজিত একটি ডিনারেও তিনি অংশ নেবেন।
মোহাম্মদ ফজলুল আজিম আগামী ১২ মে চট্টগ্রাম থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সফরকালে তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হাজারীবাগে প্রথম নারীদের জন্য বাংলাদেশ বুক অলিম্পিয়াড
‘আমরা শুধু জ্ঞান অর্জনের জন্য বই পড়ব না, আমাদের অনুধাবন চর্চা করার জন্য বই পড়ব, তাহলে আমাদের জীবন সার্থক হবে। শুধু বই পড়ে তথ্য জানার চেয়ে অনুধাবন করা জরুরি।’ ‘স্বপ্ন দেখি বই পড়ি’ এই স্লোগানে মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে আজ শনিবার সকালে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বুক অলিম্পিয়াডের প্রস্তুতি পর্ব–২ অনুষ্ঠানে অনুবাদক ও শিক্ষক এলহাম হোসেন এই বক্তব্য দেন।
সকাল ১০টায় জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ যাঁরা ছেড়ে গেছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শব্দঘর সম্পাদক মোহিত কামাল। তিনি বলেন, ‘আমরা মোবাইল দেখব, কিন্তু সেটা সব সময়ে দেখব না, বই পড়ব, খেলাধুলা করব, উল্লাস করব, তাহলে আমাদের মন বিকশিত হবে।’
জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শব্দঘর সম্পাদক মোহিত কামাল