স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী বললেন, ‘কাওসার আমার জীবন নষ্ট করে দিয়েছে’
Published: 8th, May 2025 GMT
পটুয়াখালীর দশমিনায় পারিবারিক কলহের জেরে কাওসার (৩০) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার রনগোপালী ইউনিয়নের দক্ষিণ যৌতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কাওসার ওই গ্রামের কামাল হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ঢাকায় বিয়ে করেন কাওসার। এরপর বউকে নিয়ে গ্রামে চলে আসেন।
কাওসারের পরিবারের অভিযোগ, কাওসারের স্ত্রীর আগে দুই বিয়ে ও দুই সন্তান থাকলেও তা গোপন করা হয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।
আহত কাওসার বলেন, ‘‘বৃহস্পতিবার দুপুরে খাওয়া শেষে ঘুমাতে গেলে আমার স্ত্রী তাকে সময় দিতে বলে। কিন্তু, আমি ফুটবল খেলতে যাওয়ার কথা বললে সে আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ঘুমিয়ে পড়লে সে ধারালো কিছু দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে ফেলে।’’
কাওসারের স্ত্রী বলেন, ‘‘তার সঙ্গে পরিচয় হওয়ার পর নানাভাবে প্রলোভন দেখিয়ে আমার আগের স্বামীকে তালাক দিয়ে বাসার প্রায় ২ লাখ টাকার মালামাল বিক্রি করে। পরে আমাকে বিয়ে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। কিন্তু, এই বাড়িতে আসার পর থেকে কাওসার এবং তার পরিবারের সদস্যরা আমাকে ঘর থেকে বের হতে দেয় না। তার মা সবসময় আমাকে চোখে চোখে রাখে। কাওসার আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই এই কাজ করেছি।’’
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো