ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, “আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচার করেই দেশে নির্বাচন করতে হবে। তাদের বিচারের আগে কোনো নির্বাচন এ দেশের জগণ মেনে নেবে না।”

সংস্কার ও নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরি। নির্বাচন যখনই হোক না কোনো তার পূর্বে সংস্কার জরুরি।”

শুক্রবার (৯ মে) বগুড়ার শহরে আয়োজিত এক গণসমাবেশে তিনি একথা বলেন। সাতমাথা মুক্ত মঞ্চে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দলটির জেলা সভাপতি মাওলানা আ.

ন. ম মামুনুর রশীদ।

রেজাউল করীম বলেন, “নারী সংস্কার কমিশন ও নারী নীতিমালা কুরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেপ্তার করতে হবে। তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।”

তিনি ব‌লেন, “মিয়ানমারকে মানবিক করিডোরের প্রস্তাব প্রকৃতপক্ষে রাখাইন ও পার্বত্য অঞ্চলকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর সাম্রাজ্যবাদীদের পায়তারা। এখন পর্যন্ত আমাদের দেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি জাতিসংঘ।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, “ফিলিস্তিনে ইসরায়েল বর্বরতা চালাচ্ছে। জাতিসংঘ কাগুজে বিবৃতি ছাড়া ইসরাইলকে বর্বরতা চালানো থেকে বিরত রাখতে কোনো পদক্ষেপ নেয়নি। ভারতে মোদি সরকার মুসলমানদের ওপর যে নির্যাতন চালাচ্ছে তাতে বিশ্ব সম্প্রদায় সম্পূর্ণভাবে নিরবতা পালন করছে।”

সমাবেশে বিশেষ অতিথি ছি‌লেন- ইসলামী আন্দোলনের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন- সংগঠনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ নূরুন নাবী, বগুড়া জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহ-সভাপতি প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু), জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আলতাব আলী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহা. ফরহাদ হোসেন মন্টু, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহা. সোহরাব হোসেন।

ঢাকা/এনাম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম

এছাড়াও পড়ুন:

জবি প্রেসক্লাবের সভাপতি মেহেদী, সম্পাদক ইউছুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব, উপদেষ্টা নোমান আল আব্দুল্লাহ, রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, আরমান হাসান, প্রধান নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সভাপতি সুবর্ণ আস-সাইফ, সহকারী নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহনাফ ফাইয়াজসহ সংগঠনের সদস্যরা।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি শেখ শাহরিয়ার হোসেন (ঢাকা টাইমস), যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ (সারাবাংলা ডট নেট), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা আলী (দেশ রূপান্তর), অর্থ সম্পাদক সোহানুর রহমান (বার্তা২৪), কার্যনির্বাহী সদস্য লিমন ইসলাম (রাইজিংবিডি) এবং জুনায়েদ মাসুদ (দ্যা ডেইলি ক্যাম্পাস)।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, “সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি, নতুন নেতৃত্ব সবাইকে সঙ্গে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও ভূমিকা রাখবে।”

প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে জবি প্রেসক্লাব সবসময় কাজ করেছে। নতুন নেতৃত্বও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও দেশের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করছি।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ