নির্বাচন যখনই হোক তার পূর্বে সংস্কার জরুরি: চরমোনাই পীর
Published: 9th, May 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, “আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচার করেই দেশে নির্বাচন করতে হবে। তাদের বিচারের আগে কোনো নির্বাচন এ দেশের জগণ মেনে নেবে না।”
সংস্কার ও নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরি। নির্বাচন যখনই হোক না কোনো তার পূর্বে সংস্কার জরুরি।”
শুক্রবার (৯ মে) বগুড়ার শহরে আয়োজিত এক গণসমাবেশে তিনি একথা বলেন। সাতমাথা মুক্ত মঞ্চে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দলটির জেলা সভাপতি মাওলানা আ.
রেজাউল করীম বলেন, “নারী সংস্কার কমিশন ও নারী নীতিমালা কুরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেপ্তার করতে হবে। তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।”
তিনি বলেন, “মিয়ানমারকে মানবিক করিডোরের প্রস্তাব প্রকৃতপক্ষে রাখাইন ও পার্বত্য অঞ্চলকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর সাম্রাজ্যবাদীদের পায়তারা। এখন পর্যন্ত আমাদের দেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি জাতিসংঘ।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, “ফিলিস্তিনে ইসরায়েল বর্বরতা চালাচ্ছে। জাতিসংঘ কাগুজে বিবৃতি ছাড়া ইসরাইলকে বর্বরতা চালানো থেকে বিরত রাখতে কোনো পদক্ষেপ নেয়নি। ভারতে মোদি সরকার মুসলমানদের ওপর যে নির্যাতন চালাচ্ছে তাতে বিশ্ব সম্প্রদায় সম্পূর্ণভাবে নিরবতা পালন করছে।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলনের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ নূরুন নাবী, বগুড়া জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহ-সভাপতি প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু), জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আলতাব আলী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহা. ফরহাদ হোসেন মন্টু, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহা. সোহরাব হোসেন।
ঢাকা/এনাম/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচন যখনই হোক তার পূর্বে সংস্কার জরুরি: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, “আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচার করেই দেশে নির্বাচন করতে হবে। তাদের বিচারের আগে কোনো নির্বাচন এ দেশের জগণ মেনে নেবে না।”
সংস্কার ও নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরি। নির্বাচন যখনই হোক না কোনো তার পূর্বে সংস্কার জরুরি।”
শুক্রবার (৯ মে) বগুড়ার শহরে আয়োজিত এক গণসমাবেশে তিনি একথা বলেন। সাতমাথা মুক্ত মঞ্চে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দলটির জেলা সভাপতি মাওলানা আ. ন. ম মামুনুর রশীদ।
রেজাউল করীম বলেন, “নারী সংস্কার কমিশন ও নারী নীতিমালা কুরআন-হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেপ্তার করতে হবে। তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।”
তিনি বলেন, “মিয়ানমারকে মানবিক করিডোরের প্রস্তাব প্রকৃতপক্ষে রাখাইন ও পার্বত্য অঞ্চলকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর সাম্রাজ্যবাদীদের পায়তারা। এখন পর্যন্ত আমাদের দেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি জাতিসংঘ।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, “ফিলিস্তিনে ইসরায়েল বর্বরতা চালাচ্ছে। জাতিসংঘ কাগুজে বিবৃতি ছাড়া ইসরাইলকে বর্বরতা চালানো থেকে বিরত রাখতে কোনো পদক্ষেপ নেয়নি। ভারতে মোদি সরকার মুসলমানদের ওপর যে নির্যাতন চালাচ্ছে তাতে বিশ্ব সম্প্রদায় সম্পূর্ণভাবে নিরবতা পালন করছে।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলনের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ নূরুন নাবী, বগুড়া জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহ-সভাপতি প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু), জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আলতাব আলী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহা. ফরহাদ হোসেন মন্টু, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহা. সোহরাব হোসেন।
ঢাকা/এনাম/মাসুদ