দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরমে কাজ করতে না পেরে নিম্ন আয়ের মানুষরা গাছের নিচে বসে সময় অতিবাহিত করেছেন। যারা বাড়ি থেকে বের হয়েছেন তাদের অধিকাংশের হাতেই ছিল ছাতা।

শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় দিনাজপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.

৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর বিষয়টি জানিয়েছেন জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তোফাজ্জল হোসেন বলেন, “আজ শুক্রবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা বিকেল ৩টায় ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ শতাংশ। দিনাজপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।”

আরো পড়ুন:

হবিগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায় 

দিনাজপুরের তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস  

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

ঢাকা/মোসলেম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গরম স লস য় স

এছাড়াও পড়ুন:

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যুতে মামলা

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সী একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দুছড়ি এলাকায় রফিকের ঘোনা গ্রামের আবু তাহেরের বাড়ির পাশে ওই হাতির মৃত্যু হয়। বন বিভাগের অভিযোগ, পরিকল্পিতভাবে সেখানে বিদ্যুতের ফাঁদ পাতানো হয়েছিল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে মৃত হাতির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তা আব্দুল মান্নান বলেছেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে হাতিটির সুরতহাল করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে পাতানো বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আবু তাহেরসহ দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মৃত হাতিটির সৎকার করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত নিবন্ধ