বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের সূচি পরিবর্তন
Published: 9th, May 2025 GMT
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন এনেছে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ফ্লাইট পরিচালনার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিচালনা সংস্থাটি।
শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার থেকে আগামী ৩১ মে পর্যন্ত পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে। এই পরিবর্তনের ফলে যাত্রীদের যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
পরিবর্তিত ফ্লাইট সূচি অনুযায়ী ঢাকা-টরন্টো ফ্লাইট (বিজি ৩০৫/৩০৬) ঢাকা থেকে প্রস্থানের সময় ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। আগে ৩টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যেত। এখন তা ঠিক ৩টায় ছেড়ে যাবে। তবে টরন্টো থেকে ফ্লাইটের প্রস্থান সময় অপরিবর্তিত থাকবে। ঢাকা-লন্ডন ফ্লাইট (বিজি ২০১/২০২) প্রস্থানের সময় ৪০ মিনিট আগানো হয়েছে। আগে ঢাকা থেকে ফ্লাইট ছাড়ত ৭টা ৪০ মিনিটে। এখন তা ঠিক ৭টায় ছাড়বে। বিশেষত বৃহস্পতিবারের জন্য ঢাকা থেকে লন্ডনগামী ফ্লাইটের প্রস্থান সময় ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিট নির্ধারণ করা হয়েছে। লন্ডন থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে। ঢাকা-রোম রুটের বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইট ঢাকা থেকে ছাড়বে বেলা সাড়ে ১১টার পরিবর্তে পৌনে ১১টায়। রোম থেকে ফ্লাইট ছাড়ার সময়ে পরিবর্তন আনা হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের প্রতি অনুরোধ করেছে, তারা যেন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চেক-ইন কাউন্টারে রিপোর্ট করেন। এ ছাড়া চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের সঠিক তথ্য জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল যোগাযোগমাধ্যমে নজর রাখার আহ্বান জানানো হয়েছে। যাত্রীরা বিমানের ডিজিটাল প্ল্যাটফর্মেও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল ইট র প রস থ ন সময়স চ
এছাড়াও পড়ুন:
গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে মামলা করবে দুদক
নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের স্ত্রী গুলশান আরা মিয়ার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।
আরো পড়ুন:
মাদারীপুরে কবরস্থানে বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
পলাতক থাকলেও বিদেশে টাকা পাচার অব্যাহত জাবেদের: দুদক
তিনি বলেন, “গুলশান আরা মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দিতে বলা হলেও তিনি জমা দেননি। ফলে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় (১) একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।”
দুদক জানায়, আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের স্ত্রী গুলশান আরা মিয়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে কমিশন। এক পরিচালক এর সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট টিমও গঠন করা হয়। অনুসন্ধানের এক পর্যায়ে গোলাপের স্ত্রীর অর্জিত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের উৎস ও উৎসসমূহের সঠিকতা বা যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরুপণে কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী গত ১৫ এপ্রিল তাকে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেওয়া হয়। নোটিশ পেয়ে তিনি সম্পদ বিবরণীর দাখিলের সময় বৃদ্ধির জন্য গত ২৩ জুলাই আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে পূর্বোক্ত সময়সীমার ধারাবাহিকতায় আরো ১৫ কার্যদিবস সময় বর্ধিত করা হয়। বর্ধিত ২১ আগস্টের মধ্যে তার সম্পদ বিবরাণী দাখিলের সময় শেষ হয়ে গেলেও অভিযোগ সংশ্লিষ্ট গুলশান আরা মিয়া সম্পদ বিবরণী দাখিল করেননি। কিন্তু তিনি নির্ধারিত ও বর্ধিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিলের আদেশ প্রাপ্তির পর তদনুযায়ী লিখিত বিবৃতি বা তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় (০১) একটি মামলার অনুমোদন দেয় দুদক।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি