দুই সপ্তাহ আগে বিয়ে করেন রুম্মান মিয়া ওরফে লিমন। ঘরে স্ত্রীকে রেখে বৃষ্টির মধ্যেই মা-বাবার সঙ্গে জমিতে শিম তুলতে যান তিনি। এসময় বজ্রপাত হলে তেইশ বছর বয়সী এই যুবক ঘটনাস্থলেই মারা যান। তবে, তার মা-বাবা অক্ষত রয়েছেন। 

মঙ্গলবার (২০ মে) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া রুম্মান তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন। 

আরো পড়ুন:

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত এক শিশুর মৃত্যু

পিকনিকের ট্রলারডুবি, নিখোঁজ চালকের লাশ উদ্ধার

এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার সকালে রুম্মান তার মা-বাবার সঙ্গে বাড়ির পাশের জমিতে শিম তুললে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। তারা জমির পাশের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেন। বজ্রপাত হলে রুম্মান মারা যান। তবে, তার মা-বাবা অক্ষত আছেন। 

ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোকলেছুর রহমান বলেন, “দুই সপ্তাহ আগে রুম্মান বিয়ে করেন। নববধূকে বাড়িতে রেখে জমিতে শিম তুলতে যান তিনি। বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।”

ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিউল ইসলাম জানান, বাদ আছর চন্ডিপাড়া ঈদগাহ ময়দানে রুম্মানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রুম্মানের মৃত্যুতে জামায়াতের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি।”

ঢাকা/মাসুম/মাসুদ

.