পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করার তাৎপর্য কী
Published: 22nd, May 2025 GMT
পাকিস্তানের মন্ত্রিসভা গত মঙ্গলবার সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছে। ভারতের সঙ্গে দেশটির সাম্প্রতিক সামরিক সংঘাতের পর নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
এই সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষ দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশকে তাদের পঞ্চম যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। চলতি মাসের শুরুতে চার দিন ধরে একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তারা।
শেষমেশ ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত এক যুদ্ধবিরতি পারমাণবিক অস্ত্রধারী দেশ দুটিকে পুরোদমে যুদ্ধ শুরুর কিনারা থেকে ফিরিয়ে আনে। এ ঘোষণার আগে ওই দিনই ভারত ও পাকিস্তান পরস্পরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
নয়াদিল্লি ও ইসলামাবাদ উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে এ সংঘর্ষে। পাকিস্তান সরকার এই সংঘাতের সঙ্গে আসিম মুনিরকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তকে সরাসরি যুক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘আসিম মুনিরের উজ্জ্বল সামরিক নেতৃত্ব, সাহস ও বীরত্বের স্বীকৃতি এটি। তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করেছেন এবং শত্রুর বিরুদ্ধে সাহসী প্রতিরোধ গড়ে তুলেছেন। মন্ত্রিসভা জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিতে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে।’এমন প্রেক্ষাপটে জেনারেল মুনিরকে কেন পদোন্নতি দেওয়া হলো, ফিল্ড মার্শাল পদে কী বোঝায় এবং এই পদোন্নতি পাকিস্তানের সামরিক নেতৃত্ব ও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের ভবিষ্যৎ ভূমিকার ক্ষেত্রেই–বা কী বার্তা দেয়—এমন নানা প্রশ্নের জন্ম দেয়।
মুনিরকে কেন ফিল্ড মার্শাল করা হলো
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মুনিরকে পদোন্নতি দেওয়া হয়েছে তাঁর ‘দৃষ্টান্তমূলক সাহস ও দৃঢ়তার’ সঙ্গে সেনাবাহিনী পরিচালনা করা এবং ভারতের আক্রমণ প্রতিরোধে কৌশল প্রণয়নের স্বীকৃতিস্বরূপ।
বিবৃতিতে বলা হয়, ‘আসিম মুনিরের উজ্জ্বল সামরিক নেতৃত্ব, সাহস ও বীরত্বের স্বীকৃতি এটি। তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করেছেন এবং শত্রুর বিরুদ্ধে সাহসী প্রতিরোধ গড়ে তুলেছেন। মন্ত্রিসভা জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিতে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে।’
পাকিস্তান সেনাবাহিনী দুটি ফ্রন্টে লড়াই করছিল—পশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আর পূর্বে বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীর। কিন্তু মুনিরের নেতৃত্বে আমরা সুস্পষ্টভাবে বিজয়ী হয়েছি।তালাল চৌধুরী, পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীমন্ত্রিসভা পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিঁধুরও দ্বিতীয়বারের মতো মেয়াদ বাড়িয়েছে। এই বাহিনীর প্রধান হিসেবে বর্তমানে চতুর্থ বছরে দায়িত্ব পালন করছেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী আল–জাজিরাকে বলেন, মুনিরের পদোন্নতির সিদ্ধান্তটি তাঁর নেতৃত্বগুণের ভিত্তিতে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী দুটি ফ্রন্টে লড়াই করছিল—পশ্চিম সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আর পূর্বে বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীর। কিন্তু মুনিরের নেতৃত্বে আমরা সুস্পষ্টভাবে বিজয়ী হয়েছি।’
ভারতের সঙ্গে চার দিনের সামরিক সংঘাতের পর সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করার বিষয়ে অনুমোদন দিয়েছে পাকিস্তান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ল ড ম র শ ল পদ
এছাড়াও পড়ুন:
পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের আরও ২০০ মিটার বিলীন
পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের আরও ২০০ মিটার অংশ পদ্মায় বিলীন হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বাঁধটির ওই অংশ নদীতে বিলীন হয়। এ সময় নদীগর্ভে চলে গেছে বাঁধের পাশে থাকা ২০টি বসতবাড়ি। আর ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে ৫০টি বাড়ির বসতঘর ও বিভিন্ন স্থাপনা। এ নিয়ে ৬ দফায় বাঁধটির ৮০০ মিটার পদ্মায় বিলীন হয়ে গেল।
ভাঙন রোধে গত তিন মাসে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে ৭ কোটি টাকা ব্যয়ে ১ লাখ ৫৫ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। ভাঙনের কারণে তা–ও নদীতে তলিয়ে গেছে। বাঁধের ওই ৮০০ মিটার অংশের পাশে থাকা ৩৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৫০টি বসতবাড়ি গত দুই মাসে বিলীন হয়েছে। ভাঙন বৃদ্ধি পাওয়ায় তিনটি গ্রামের ৬০০ পরিবার এবং মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ঘাট ও বাজারের ২৪০টি ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকিতে পড়েছে।
শরীয়তপুর পাউবো ও স্থানীয় সূত্র জানা যায়, শরীয়তপুরের পদ্মা নদীর অংশ জাজিরার নাওডোবা এলাকা থেকে শুরু হয়েছে। পদ্মা সেতু নাওডোবার ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা নদীর ৫০০ মিটারের মধ্যে সার্ভিস এরিয়া ২, সেনানিবাস, পদ্মা সেতু দক্ষিণ থানাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এসব অবকাঠামো নির্মাণের জন্য যখন জমি অধিগ্রহণ করা হয়, তখন ২০১২ সালের দিকে নাওডোবা এলাকায় পদ্মার ভাঙন শুরু হয়। পদ্মা সেতু প্রকল্প এলাকা নদীভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য তখন সেতু থেকে ভাটির দিকে (পূর্ব দিকে) দুই কিলোমিটার এলাকায় ১১০ কোটি টাকা ব্যয়ে নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ওই বাঁধের পাশে (দক্ষিণ দিকে) আলাম খাঁরকান্দি, ওছিম উদ্দিন মাদবরকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি এবং মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ঘাট ও বাজার অবস্থিত।
পাউবো সূত্র বলছে, গত বছর নভেম্বর মাসে জাজিরার নাওডোবা জিরো পয়েন্ট এলাকায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের ১০০ মিটার অংশে ভাঙন দেখা দেয়। এরপর এ বছর ৭ জুন আবার বাঁধের ১০০ মিটার, ৭ জুলাই ২০০ মিটার, ৯ জুলাই ১০০ মিটার, ২৩ জুলাই ১০০ মিটার অংশ ভেঙে নদীতে ধসে পড়ে। বৃহস্পতি ও শুক্রবার ওই বাঁধের আরও ২০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে অস্থায়ী ভিত্তিতে ৬০০ মিটার অংশে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পাউবো। এ পর্যন্ত ওই এলাকায় ১ লাখ ৫৫ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। তাতে ব্যয় হয়েছে ৭ কোটি টাকা। তাও কোনো কাজে লাগেনি। ভাঙনের কারণে ওই জিও ব্যাগগুলো নদীতে তলিয়ে গেছে। ওই এলাকা দিয়ে নদী অন্তত ১০০ মিটার হতে ১৫০ মিটার ভেতরে (দক্ষিণ দিকে) প্রবেশ করেছে।
বৃহস্পতিবার বিকেলে পদ্মার ভাঙনে আলম খাঁরকান্দি এলাকার আবুল বাশার মাদবরের দুটি ঘরসহ বসতবাড়ি বিলীন হয়ে গেছে। ঘরের অবশিষ্ট জিনিসপত্র তিনি সড়কের পাশে স্তূপ করে রেখেছেন। আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘পদ্মা তীরে বাড়ি হওয়ায় তিন দফা ভাঙনের কবলে পড়েছি। পদ্মা সেতু নির্মাণের সময় বাড়ির সঙ্গে বাঁধটি হওয়ায় ভেবেছিলাম আর কখনো ভাঙনে নিঃস্ব হতে হবে না। কিন্তু তা আর হলো না, আমার সব শেষ। এখন বেঁচে থাকার জন্য আর কিছুই রইল না। উদ্বাস্তু হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছি।’
ভাঙন আতঙ্কে গতকাল শুক্র ও আজ শনিবার তিনটি গ্রামের ৫০টি বসতবাড়ির বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। আলী হোসেন মাদবর নামের একজন শনিবার সকাল থেকে দুটি বসতঘর ভেঙে মালামাল সরাচ্ছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘ভাঙনের কারণে একটু দুশ্চিন্তায় ছিলাম। রাতে আতঙ্কে ঘুমাতে পারতাম না। এখন আর পদ্মা পারে থাকতেই পারলাম না। বাপ-দাদার ভিটেমাটি ফেলে ঘর নিয়ে চলে যাচ্ছি। জানি না কোথায় গিয়ে আশ্রয় নেব।’
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান প্রথম আলোকে জানান, নদীতে অনেক স্রোত। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। ভাঙনের কারণে বালুভর্তি জিও ব্যাগ নদীতে তলিয়ে যাচ্ছে। জাজিরার ওই স্থানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘নদীভাঙনের শিকার হয়ে মানুষ নিঃস্ব হচ্ছে, এটা কষ্টদায়ক। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য টিন, নগদ টাকা ও খাদ্য সহায়তা দিয়েছি। যাঁরা ভিটেমাটি হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছেন, তাঁদের পুনর্বাসন করার জন্য খাসজমি খোঁজা হচ্ছে। সেই জমিতে তাঁদের ঘর নির্মাণ করে দেওয়া হবে।’