পৃথিবীর অন্যতম রহস্যময় মহাসাগর প্রশান্ত মহাসাগর। বিশাল এই মহাসাগরের আয়তন ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় ও চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পানির ধীরগতির প্রবাহের ফলে প্রশান্ত মহাসাগরের স্থানে ভবিষ্যতে নতুন এক মহাদেশের জন্ম হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তাঁরা। বিজ্ঞানীদের অনুমান, ২০ কোটি থেকে ৩০ কোটি বছরের মধ্যে নতুন এ মহাদেশ তৈরি হতে পারে।

বিজ্ঞানীদের তথ্যমতে, প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে সংকুচিত হয়ে শেষ পর্যন্ত হারিয়ে যাবে। প্রশান্ত মহাসাগরের নিচে থাকা পৃথিবীর টেকটোনিক প্লেট একত্রিত হয়ে বিশাল এক ভূমি তৈরি করবে তখন। সেই নতুন ভূমি গ্রহের কাঠামোকে নতুন আকার দেবে। নতুন এই মহাদেশের নাম রাখা হয়েছে অ্যামাসিয়া। সুপারকম্পিউটিং মডেল ব্যবহার করে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুনপ্রশান্ত মহাসাগরের নিচে দুবাইয়ের বুর্জ খলিফার চেয়ে চার গুণ লম্বা পর্বতের খোঁজ১৫ সেপ্টেম্বর ২০২৪

পিকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী চুয়ান হুয়াং বলেন, ‘আমাদের নতুন আবিষ্কার বেশ তাৎপর্যপূর্ণ। আগামী ২০ কোটি বছর পর পৃথিবীতে কী হতে পারে, সে সম্পর্কে ধারণা পাচ্ছি আমরা। গত ২০০ বছর ধরে পৃথিবীর সব মহাদেশ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। এর ফলে প্রতি ৬০ কোটি বছর পর একটি অতিমহাদেশ তৈরি হচ্ছে। এটি অতিমহাদেশ চক্র নামে পরিচিত। বর্তমানে যে মহাদেশ দেখা যাচ্ছে, তা কয়েক শ কোটি বছরের মধ্যে আবার একত্রিত হবে। এর ফলে নতুন অতিমহাদেশ তৈরি হবে।’

বিজ্ঞানী হুয়াং আরও বলেন, একটি সুপারকম্পিউটার ব্যবহার করে পৃথিবীর টেকটোনিক প্লেট কীভাবে বিবর্তিত হবে, তা জানার কাজ করছি আমরা। আমরা দেখছি, ৩০ কোটি বছরের কম সময়ের মধ্যে প্রশান্ত মহাসাগর হারিয়ে যাবে।’

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে

আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ