প্রশান্ত মহাসাগর কি সত্যিই হারিয়ে যাবে
Published: 25th, May 2025 GMT
পৃথিবীর অন্যতম রহস্যময় মহাসাগর প্রশান্ত মহাসাগর। বিশাল এই মহাসাগরের আয়তন ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় ও চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পানির ধীরগতির প্রবাহের ফলে প্রশান্ত মহাসাগরের স্থানে ভবিষ্যতে নতুন এক মহাদেশের জন্ম হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তাঁরা। বিজ্ঞানীদের অনুমান, ২০ কোটি থেকে ৩০ কোটি বছরের মধ্যে নতুন এ মহাদেশ তৈরি হতে পারে।
বিজ্ঞানীদের তথ্যমতে, প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে সংকুচিত হয়ে শেষ পর্যন্ত হারিয়ে যাবে। প্রশান্ত মহাসাগরের নিচে থাকা পৃথিবীর টেকটোনিক প্লেট একত্রিত হয়ে বিশাল এক ভূমি তৈরি করবে তখন। সেই নতুন ভূমি গ্রহের কাঠামোকে নতুন আকার দেবে। নতুন এই মহাদেশের নাম রাখা হয়েছে অ্যামাসিয়া। সুপারকম্পিউটিং মডেল ব্যবহার করে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুনপ্রশান্ত মহাসাগরের নিচে দুবাইয়ের বুর্জ খলিফার চেয়ে চার গুণ লম্বা পর্বতের খোঁজ১৫ সেপ্টেম্বর ২০২৪পিকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী চুয়ান হুয়াং বলেন, ‘আমাদের নতুন আবিষ্কার বেশ তাৎপর্যপূর্ণ। আগামী ২০ কোটি বছর পর পৃথিবীতে কী হতে পারে, সে সম্পর্কে ধারণা পাচ্ছি আমরা। গত ২০০ বছর ধরে পৃথিবীর সব মহাদেশ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। এর ফলে প্রতি ৬০ কোটি বছর পর একটি অতিমহাদেশ তৈরি হচ্ছে। এটি অতিমহাদেশ চক্র নামে পরিচিত। বর্তমানে যে মহাদেশ দেখা যাচ্ছে, তা কয়েক শ কোটি বছরের মধ্যে আবার একত্রিত হবে। এর ফলে নতুন অতিমহাদেশ তৈরি হবে।’
বিজ্ঞানী হুয়াং আরও বলেন, একটি সুপারকম্পিউটার ব্যবহার করে পৃথিবীর টেকটোনিক প্লেট কীভাবে বিবর্তিত হবে, তা জানার কাজ করছি আমরা। আমরা দেখছি, ৩০ কোটি বছরের কম সময়ের মধ্যে প্রশান্ত মহাসাগর হারিয়ে যাবে।’
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন