গায়ক গিল মানু গ্রেপ্তার, জিমে পিস্তল দেখিয়ে হুমকি
Published: 31st, July 2025 GMT
ভারতীয় সংগীতজগতে পাঞ্জাবি গায়ক গিল মানু এক পরিচিত নাম। বিভিন্ন জনপ্রিয় গানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করলেও এবার আলোচনায় এসেছেন এক নেতিবাচক ঘটনায়। গানের মঞ্চ নয়, এবার খবরের শিরোনামে তিনি উঠে এসেছেন একটি জিমে ঘটে যাওয়া ভয়ানক ঘটনার কারণে, যেখানে তর্কবিতর্ক গিয়ে ঠেকেছে অস্ত্র প্রদর্শনের পর্যায়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মোহালির একটি জিমে শরীরচর্চা করছিলেন গিল মানু, যাঁর আসল নাম সতবন্ত সিং। সেখানে কোনো এক ব্যায়াম নিয়ে তাঁর সঙ্গে জিম প্রশিক্ষকের বচসা শুরু হয়।
বিষয়টি উত্তপ্ত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যে প্রশিক্ষক তাঁকে জিম থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু এর জবাবে গিল নিজের পকেট থেকে একটি পিস্তল বের করে প্রশিক্ষককে হুমকি দিতে থাকেন।
এ ঘটনার সম্পূর্ণ ভিডিও ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই মোহালি পুলিশ ঘটনাটির তদন্তে নামে এবং দ্রুত গিল মানুকে গ্রেপ্তার করে। শুধু গিল নন, তাঁর ভাইকেও এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//