রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত
Published: 31st, July 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পরে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। দেশটি সমুদ্রপথে রাশিয়ান অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা।
রিফাইনারদের ক্রয় পরিকল্পনার সাথে পরিচিত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের রাষ্ট্রীয় পরিশোধনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড গত সপ্তাহে রাশিয়ান অপরিশোধিত তেলের বাজারে প্রবেশ করেনি।
চারটি পরিশোধনকারী প্রতিষ্ঠান নিয়মিতভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনে। তারা ভারতের মোট ৫২ লাখ ব্যারেলের দৈনিক পরিশোধন ক্ষমতার ৬০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে। এদের বাইরে বেসরকারি তেল পরিশোধনকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি হচ্ছে ভারতের বৃহত্তম রুশ তেল ক্রেতা।
১৪ জুলাই ট্রাম্প রাশিয়ার তেল কিনবে এমন দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। বুধবার ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর বাইরে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে বড় অংকের জরিমানা আরোপ করেছেন। তবে সেই অর্থের পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন