থিয়েটার–জগতে পা রাখামাত্রই নিজের প্রতিভা দিয়ে সবার নজর কাড়ছিলেন রোসা টেইলর। সংগীত-নাট্যে উচ্চশিক্ষা নিয়ে পেশাগত অভিনয়ের পথেই হাঁটছিলেন তিনি। আগামী দিনের মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল প্রায় নিশ্চিত। কিন্তু সবকিছু থেমে গেল একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায়।
মাত্র ১৯ বছর বয়সে থেমে গেল ব্রিটিশ তরুণী রোসার জীবনযাত্রা। করশাম শহরের একটি লাইব্রেরিতে শিশুদের জন্য মঞ্চনাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এই উঠতি অভিনেত্রী। তাঁর এমন আকস্মিক মৃত্যু শোকের ছায়া ফেলেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে। খবর বিবিসির

বিবিসির খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংল্যান্ডের উইল্টশায়ারের করশাম শহরে এ৪ ও বি৩১০৯ সড়কের সংযোগস্থলে একটি যাত্রী বহনকারী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রোসা। তিনি সেদিন করশাম লাইব্রেরিতে শিশুদের জন্য একটি মঞ্চনাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছিলেন।

রোসা টেইলর.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ