ঈদের আগে দুটি বাজেট সাশ্রয়ী ফোন এনেছে প্রযুক্তি ব্র্যান্ড। দুটি ফোনেই রয়েছে বেশি সক্ষমতার ব্যাটারি। ফলে নকিয়া ফোন দুটি চলে টানা তিন দিন। উপহার থাকবে গ্যাজেটস। বাংলাদেশে ব্র্যান্ডটির অনুমোদিত সহযোগী সেলেক্সট্রা লিমিটেডের নিজস্ব কারখানায় দুটি মডেল উৎপাদিত। সিরিজের সি৩২ (৭ জিবি+ ৬৪ জিবি) মডেলে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সঙ্গে উপহার হিসেবে থাকছে নয়েজ ক্যানসেলিং এয়ার বাডস। রঙের বৈচিত্র্যে রয়েছে ক্যারোকাল ব্ল্যাক আর অটাম গ্রিন।
মডেল সি২২ (৫ জিবি+ ৬৪ জিবি) মডেলে রয়েছে ৬.
৮ মেগাপিক্সেল ফ্রন্ট রয়েছে।
৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২.৫ডি টাফেনড গ্লাস ফ্রন্ট ও পলিকার্বোনেট ব্যাক সুবিধা রয়েছে।
রঙের বৈচিত্র্য দেবে ক্যারোকাল ব্ল্যাক ও স্যান্ড।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫গতকাল বুধবার মাউশির অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব (ওপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এ ছাড়া গ্রেড-১০ থেকে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এই গ্রেডের শিক্ষকেরা ‘বিশেষ সুবিধা’র ক্ষেত্রে কেউই ১ হাজার ৫০০ টাকার কম পাবেন না।
আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগেদেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।