ঈদের আগে দুটি বাজেট সাশ্রয়ী ফোন এনেছে প্রযুক্তি ব্র্যান্ড। দুটি ফোনেই রয়েছে বেশি সক্ষমতার ব্যাটারি। ফলে নকিয়া ফোন দুটি চলে টানা তিন দিন। উপহার থাকবে গ্যাজেটস। বাংলাদেশে ব্র্যান্ডটির অনুমোদিত সহযোগী সেলেক্সট্রা লিমিটেডের নিজস্ব কারখানায় দুটি মডেল উৎপাদিত। সিরিজের সি৩২ (৭ জিবি+ ৬৪ জিবি) মডেলে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৭২০ বাই ১৬০০ পিক্সেল। ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সঙ্গে উপহার হিসেবে থাকছে নয়েজ ক্যানসেলিং এয়ার বাডস। রঙের বৈচিত্র্যে রয়েছে ক্যারোকাল ব্ল্যাক আর অটাম গ্রিন।
মডেল সি২২ (৫ জিবি+ ৬৪ জিবি) মডেলে রয়েছে ৬.
৮ মেগাপিক্সেল ফ্রন্ট রয়েছে।
৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২.৫ডি টাফেনড গ্লাস ফ্রন্ট ও পলিকার্বোনেট ব্যাক সুবিধা রয়েছে।
রঙের বৈচিত্র্য দেবে ক্যারোকাল ব্ল্যাক ও স্যান্ড।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে
ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।
নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।
ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।
প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।
ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।
সূত্র: টেক্লুসিভ