তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও দেখা গেছে তাকে। বাস কন্ডাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রজনীকান্ত। যার ফলে তার জীবনের প্রতিটি বাঁকে রয়েছে সংগ্রামের গল্প।

রজনীকান্ত তার ক্যারিয়ারে যেমন খ্যাতি কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদেরও একজন। তার পরবর্তী সিনেমা ‘কুলি’। এটি নির্মাণ করছেন লোকেশ কঙ্গরাজ। এ সিনেমার পারিশ্রমিক নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। কিন্তু কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন ৭৪ বছরের রজনীকান্ত?

পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন, “কুলি’ সিনেমার জন্য রজনীকান্ত ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৩ কোটি ৮৫ লাখ টাকা) আগাম পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে, পরিচালক লোকেশ কঙ্গরাজ ‘কুলি’ সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। বাকি ১৫০ কোটি রুপি ব্যয় হচ্ছে সিনেমাটি নির্মাণের জন্য। প্রচার ও প্রকাশনা বাদে সিনেমাটির মোট বাজেট ৩৫০ কোটি রুপি। প্রচার-প্রকাশনার জন্য ব্যয় হবে ২৫ কোটি রুপি।”

‘কুলি’ সিনেমা ঝুঁকিমুক্ত প্রকল্প। তা জানিয়ে সূত্রটি বলেন, “কুলি’ ডিজিটাল প্লেয়ার থেকে ১৩০ কোটি রুপি, স্যাটেলাইট থেকে ৯০ কোটি রুপি, সংগীত থেকে ২০ কোটি রুপি আয় করেছে। মুক্তির আগেই যার মোট আয় ২৪০ কোটি রুপি। প্রেক্ষাগৃহ থেকে ১৩৫ কোটি রুপি আয় করতে হবে।”

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় আরো অভিনয় করছেন— নাগার্জুনা আক্কিনেনি, সত্যরাজ, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খান ও পূজা হেগড়েকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা গত বছরের ১০ অক্টোবর মুক্তি পায়। ‘কুলি’ ছাড়াও ‘জেলার’ সিনেমার সিক্যুয়েলের কাজও হাতে নিয়েছেন রজনীকান্ত।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রজন ক ন ত র জন য

এছাড়াও পড়ুন:

ফ্যাটি লিভারের লক্ষণ হলে মুখে যেসব লক্ষণ দেখা দেয়

ফ্যাটি লিভার হলো এমন এক অবস্থা যেখানে লিভারে অতিরিক্ত চর্বি জমা হয়। ফ্যাটি লিভারের সমস্যা আবার দু’ভাগে বিভক্ত– অ্যালকোহলিক ও নন-অ্যালকোহলিক। অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার মূল কারণ হলো মদ্যপান। তবে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহল সেবনের সঙ্গে যুক্ত নয়। যে কারও এ সমস্যা হতে পারে। সাধারণত অতিরিক্ত ওজন বা স্থূলকায় ব্যক্তিদের মধ্যে এই অবস্থা বেশি দেখা যায়। ফ্যাটি লিভারের লক্ষণগুলি খুব স্পষ্ট নাও হতে পারে । কেউ কেউ এসব লক্ষণকে নিয়মিত সমস্যা বলে এড়িয়ে যান। তবে, ঘন ঘন এমন হলে পরীক্ষা করা গুরুত্বপূর্ণ । প্রাথমিক অবস্থায় রোগ সনাক্ত গেলে চিকিৎসার মাধ্যমে ভালো ফল পাওয়া যায়। ফ্যাটি লিভার রোগের এমন কিছু লক্ষণ আছে যা মুখে ফুটে উঠে। যেমন-

ডার্ক সার্কেল
পর্যাপ্ত ঘুমের পরেও অনেক সময় মুখে ডার্ক সার্কেল দেখা দেয়। সাধারণত লিভার যখন কার্যকরভাবে বিষাক্ত পদার্থগুলিকে বের করতে পারে তখন চোখের নীচে কালচে বা ফোলাভাব দেখা দেয়।

ত্বকের রঙ হালকা
চোখের ত্বকে বা সাদা অংশে হলুদ ভাব জন্ডিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। সাধারণত লিভার ঠিকভাবে কাজ না করলে বিলিরুবিন জমা হওয়ার কারণে এমন হয়।

ফোলাভাব
চোখ এবং গালের চারপাশে ফোলাভাব লিভারের কার্যকারিতা কমে যাওয়ার লক্ষণ হতে পারে। 

ফ্যাকাশে বা নিস্তেজ ত্বক
ফ্যাটি লিভার রক্তের ডিটক্সিফিকেশনে বাধা দেয়, যার ফলে বর্জ্য পদার্থ রক্তপ্রবাহে জমা হতে পারে। এর ফলে ত্বক ফ্যাকাশে, ফ্যাকাশে বা নিস্তেজ দেখায়। 

ব্রণ বা তৈলাক্ত ত্বক
লিভার অতিরিক্ত কাজ করলে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সমস্যা হতে পারে। এর ফলে ত্বক তৈলাক্ত হয়ে পড়ে এবং ব্রণ দেখা দেয়।

সম্পর্কিত নিবন্ধ