চুয়াত্তরেও রজনীকান্তের পারিশ্রমিক ২১৩ কোটি টাকা
Published: 28th, May 2025 GMT
তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও দেখা গেছে তাকে। বাস কন্ডাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রজনীকান্ত। যার ফলে তার জীবনের প্রতিটি বাঁকে রয়েছে সংগ্রামের গল্প।
রজনীকান্ত তার ক্যারিয়ারে যেমন খ্যাতি কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদেরও একজন। তার পরবর্তী সিনেমা ‘কুলি’। এটি নির্মাণ করছেন লোকেশ কঙ্গরাজ। এ সিনেমার পারিশ্রমিক নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। কিন্তু কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন ৭৪ বছরের রজনীকান্ত?
পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন, “কুলি’ সিনেমার জন্য রজনীকান্ত ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৩ কোটি ৮৫ লাখ টাকা) আগাম পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে, পরিচালক লোকেশ কঙ্গরাজ ‘কুলি’ সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। বাকি ১৫০ কোটি রুপি ব্যয় হচ্ছে সিনেমাটি নির্মাণের জন্য। প্রচার ও প্রকাশনা বাদে সিনেমাটির মোট বাজেট ৩৫০ কোটি রুপি। প্রচার-প্রকাশনার জন্য ব্যয় হবে ২৫ কোটি রুপি।”
‘কুলি’ সিনেমা ঝুঁকিমুক্ত প্রকল্প। তা জানিয়ে সূত্রটি বলেন, “কুলি’ ডিজিটাল প্লেয়ার থেকে ১৩০ কোটি রুপি, স্যাটেলাইট থেকে ৯০ কোটি রুপি, সংগীত থেকে ২০ কোটি রুপি আয় করেছে। মুক্তির আগেই যার মোট আয় ২৪০ কোটি রুপি। প্রেক্ষাগৃহ থেকে ১৩৫ কোটি রুপি আয় করতে হবে।”
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় আরো অভিনয় করছেন— নাগার্জুনা আক্কিনেনি, সত্যরাজ, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খান ও পূজা হেগড়েকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা গত বছরের ১০ অক্টোবর মুক্তি পায়। ‘কুলি’ ছাড়াও ‘জেলার’ সিনেমার সিক্যুয়েলের কাজও হাতে নিয়েছেন রজনীকান্ত।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রজন ক ন ত র জন য
এছাড়াও পড়ুন:
২২ অনাথ কাশ্মীরি শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী
অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানি গোলায় ভারত–নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরে যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারের ২২ অনাথ শিশুর লেখাপড়ার পুরো দায়িত্ব নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওই শিশুরা পুঞ্চ জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দা।
স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠে স্নাতক হওয়া পর্যন্ত ওই শিশুদের পড়াশোনার সব খরচ রাহুল গান্ধী বহন করবেন। সেই খরচের প্রথম কিস্তির টাকা বুধবার ওই পড়ুয়াদের স্কুলে পৌঁছে যাবে বলে জানিয়েছেন জম্মু–কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা।
পেহেলগামে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছিল কয়েকজন জঙ্গি। সেই হামলায় নিহত হয়েছিলেন মোট ২৬ জন পর্যটক। প্রত্যাঘাতের জন্য ভারত শুরু করে অপারেশন সিঁদুর। চার দিনের সেই লড়াইয়ের সময় জম্মুর সীমান্তবর্তী এলাকায় প্রবল গোলাবর্ষণ করে পাকিস্তান। সেই হামলায় মারা গিয়েছিলেন ২৭ জন গ্রামবাসী। আহত হয়েছিলেন ৭০ জনের বেশি। যাঁরা নিহত হয়েছিলেন, ওই ২২ শিশু ওইসব পরিবারেরই সন্তান। তাদের কেউ বাবা, কেউ মা, কেউ–বা দুজনকেই হারিয়েছে। কারও পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি নিহত হয়েছেন।
রাহুল গত মে মাসে ওইসব এলাকায় গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করেছিলেন। অনাথ শিশুদের স্কুলেও গিয়েছিলেন। ওই সময় তিনি দলীয় নেতাদের নির্দেশ দিয়েছিলেন অনাথ শিশুদের তালিকা তৈরি করতে। সরকারি নথির সঙ্গে সেই নাম মিলিয়ে ২২ জনের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়। পুঞ্চ জেলা সফরের সময় রাহুল তাঁর ইচ্ছার কথা জানিয়ে বলেছিলেন, ওই শিশুদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার সব খরচ তিনি দেবেন।
পাকিস্তানের গোলার আঘাতে মারা গিয়েছিলেন ১২ বছরের দুই যমজ ভাই–বোন জাইন আলি ও উরবা ফতিমা। রাহুল তাঁদের স্কুলে গিয়েছিলেন। সেই স্কুলের পড়ুয়াদের সঙ্গে দেখা করেছিলেন। তাঁদের বলেছিলেন, তোমরা তোমাদের বন্ধুদের হারিয়েছ। সে জন্য তোমাদের মন খারাপ। ওই মৃত্যু আমাকেও দুঃখ দিয়েছে। তোমাদের দুঃখ আমি বুঝি। কিন্তু তোমাদের জন্য আমি গর্বিত। তোমরা ভয়কে জয় করেছ। রাহুল ওই শিশুদের বলেছিলেন, ভয়কে জয় করতে হবে। সুদিন আসবে। সব আবার স্বাভাবিক হবে।
ওই ২২ জনের জন্য বছরে কত খরচ হবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তা জানাননি।