সময় এখন লিটন দাসের। কথাটাকে অন্যভাবে নেবেন না। ব্যাটে রান নেই বলে হয়তো শেষ দুই ওয়ানডেতে খেলেননি, কিন্তু টি–টোয়েন্টিতে তিনিই অধিনায়ক এবং বাংলাদেশ দলের সামনে এখন অসংখ্য টি–টোয়েন্টি ম্যাচ। এ বছরের সেপ্টেম্বরে টি–টোয়েন্টি এশিয়া কাপ, এরপর আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ। কাজেই সময় এখন টি–টোয়েন্টির, এখন সময় টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসেরও।

তবে সময়টা ‘সুসময়’ হবে কি না, তার নিশ্চয়তা নেই। পাল্লেকেলেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টির প্রথমটি। পরের দুই ম্যাচ ডাম্বুলা আর কলম্বোতে। শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট ও ওয়ানডে সিরিজ যে ধারাবাহিকতা মেনে এগিয়েছে, তাতে টি–টোয়েন্টি নিয়ে আশাবাদী হওয়ার মতো মানুষ হয়তো খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। যদিও অতীত অভিজ্ঞতা আশা জাগায়, শ্রীলঙ্কায় টি–টোয়েন্টিতে ভালো কিছু হতেও পারে।

তা ছাড়া ক্রিকেটীয় ভাষায় বললেও বলতে হয় এটা নতুন একটি সিরিজ, সম্পূর্ণ ভিন্ন সংস্করণের ক্রিকেট। ওয়ানডে, টেস্টের কথা এখানে কেন আসবে! কাল পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটনও বলেছেন, ‘এটা আলাদা একটা সংস্করণ। সবাই জানে টি–টোয়েন্টি কীভাবে খেলতে হয়। আমরা সেভাবেই চেষ্টা করব।’

টি–টোয়েন্টিতে রিশাদ–শরীফুলরা নামবেন নতুন উদ্যমে।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’

ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ