টি–টোয়েন্টি বলেই কি আশাবাদী হতে পারে বাংলাদেশ
Published: 10th, July 2025 GMT
সময় এখন লিটন দাসের। কথাটাকে অন্যভাবে নেবেন না। ব্যাটে রান নেই বলে হয়তো শেষ দুই ওয়ানডেতে খেলেননি, কিন্তু টি–টোয়েন্টিতে তিনিই অধিনায়ক এবং বাংলাদেশ দলের সামনে এখন অসংখ্য টি–টোয়েন্টি ম্যাচ। এ বছরের সেপ্টেম্বরে টি–টোয়েন্টি এশিয়া কাপ, এরপর আগামী বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ। কাজেই সময় এখন টি–টোয়েন্টির, এখন সময় টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাসেরও।
তবে সময়টা ‘সুসময়’ হবে কি না, তার নিশ্চয়তা নেই। পাল্লেকেলেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টির প্রথমটি। পরের দুই ম্যাচ ডাম্বুলা আর কলম্বোতে। শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট ও ওয়ানডে সিরিজ যে ধারাবাহিকতা মেনে এগিয়েছে, তাতে টি–টোয়েন্টি নিয়ে আশাবাদী হওয়ার মতো মানুষ হয়তো খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। যদিও অতীত অভিজ্ঞতা আশা জাগায়, শ্রীলঙ্কায় টি–টোয়েন্টিতে ভালো কিছু হতেও পারে।
তা ছাড়া ক্রিকেটীয় ভাষায় বললেও বলতে হয় এটা নতুন একটি সিরিজ, সম্পূর্ণ ভিন্ন সংস্করণের ক্রিকেট। ওয়ানডে, টেস্টের কথা এখানে কেন আসবে! কাল পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটনও বলেছেন, ‘এটা আলাদা একটা সংস্করণ। সবাই জানে টি–টোয়েন্টি কীভাবে খেলতে হয়। আমরা সেভাবেই চেষ্টা করব।’
টি–টোয়েন্টিতে রিশাদ–শরীফুলরা নামবেন নতুন উদ্যমে।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী