দীর্ঘ ৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট  নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটির ১১ জনের মধ্যে ৭ জনেরই নেই ছাত্রত্ব।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এ কমিটির ছাত্রত্ব না থাকা সাত সদস্য হলেন, সভাপতি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সংগীত বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী সর্দার জহুরুল, সিনিয়র সহ-সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী সাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি ভূগোল বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান, আইন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সাবিহা আলম মুন্নি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী শফিকুল ইসলাম শফিক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ফারসি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তাহের রহমান।

আরো পড়ুন:

শিক্ষকের মুক্তি চেয়ে শিক্ষার্থীদের আদালত চত্বরে অবস্থান, সড়ক অবরোধ

পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রজেক্ট শো

ছাত্রত্ব থাকা চার নেতা হলেন, সহ-সভাপতি লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জান্নাতুন নাঈম তুহিনা, যুগ্ম-সাধারণ সম্পাদক সঙ্গীত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা, সাংগঠনিক সম্পাদক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিঠু এবং দপ্তর সম্পাদক আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী নাফিউল জীবন।

অনিয়মিত ছাত্রদের নিয়ে কমিটির বিষয়ে রাবি ছাত্রদলের এক নেতা বলেন, “আমরা যেমন কমিটি চেয়েছিলাম, তেমনটা হয়নি। এই কমিটি নিয়ে আমরা কেউই সন্তুষ্ট না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে এই কমিটি যায় না। উপর থেকে বলা হয়েছে, সিনিয়রদের সন্মান দেখানোর জন্য এই কমিটি দেওয়া হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার কথা বলেছেন তারা। তবে আমরা আশা করেছিলাম, নিয়মিত ছাত্রদের নিয়েই কমিটি দেওয়া হবে।”

সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, “আমরা অনেক লড়াই সংগ্রাম করে এই ক্যাম্পাসে টিকে আছি। যারা এতদিন দলের জন্য এত কষ্ট সংগ্রাম করছে, তাদের সম্মানে এই খণ্ডকালীন কমিটি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমাদের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। আমাদের পরবর্তী কমিটিগুলো সব নিয়মিত শিক্ষার্থী দ্বারা পরিচালিত হবে।”

তিনি বলেন, “৫ আগস্টের পর বিভিন্ন ফেইক আইডি দিয়ে ট্রল করা হচ্ছে। তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে শিক্ষার্থী ভাই-বোনদের সম্পূর্ণ মত প্রকাশের স্বাধীনতা আছে। ছাত্রদল ভালো কাজ করলে তারা ভালো বলবে, খারাপ কাজ করলে সমালোচনা করবে। এটা আমরা সমর্থন করি।”

আরো পড়ুন: রাবি ছাত্রদলের সভাপতি রাহী, সম্পাদক জহুরুল

সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, “দুঃসময় যারা কষ্ট করেছে, তাদের একটা সম্মানের জন্য পরিচয় দিয়েছে। কমিটিতে যারা আছেন, তারা কেউ এমফিল করছেন, কেউ সান্ধ্যকালীন কোর্সে ভর্তি আছেন, আবার রানিং শিক্ষার্থীও আছে।”

তিনি বলেন, “অনেকে তো অনেক কথা বলবে, এখানে বলার কিছু নেই। দুঃসময়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরাই আন্দোলন করেছি। আমরা সবসময় সবার সঙ্গে মিলেমিশে থেকেছি। আমরা ক্যাম্পাসের সবকিছু নিয়ে পজিটিভভাবে কাজ করব আশা করছি।”

সুলতান আহমেদ রাহী বলেন, “আমাদের কমিটিতে ১১ জনের ভেতর সাতজনের অনার্স-মাস্টার্স শেষ হয়েছে। তবে এই সাতজন অন্য বিষয়ে এমফিল বা মাস্টার্স করছেন। আমরা কোনো ব্যবসা বা চাকরিতে এখনো যোগদান করিনি। নিয়ম অনুযায়ী রাজনীতি করছি। তাই আমাদের ছাত্রত্ব শেষ হয়নি। কমিটিতে থাকা বাকি চারজনের এখনো অনার্স-মাস্টার্স শেষ হয়নি।”

তিনি বলেন, “মানবিক বাংলাদেশ গড়তে আমাদের কমিটি কাজ করে যাবে। পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে সাতদিনের মধ্যে কেন্দ্রে পাঠানো হবে। পূর্ণাঙ্গ কমিটির পর কাউন্সিলের মাধ্যমে হল কমিটি গঠন করা হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র ক জ কর ন কম ট কম ট র আম দ র ই কম ট

এছাড়াও পড়ুন:

খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক

খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়। 

এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র। 

কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক