দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ইমার্জিং দলের ম্যাচ। বুধবার, ম্যাচের দ্বিতীয় দিনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

প্রোটিয়া স্পিনার শেপো এনটুলি ও বাংলাদেশের রিপন মণ্ডলের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা, যা পরে রূপ নেয় শারীরিক হেনস্তায়। রিপনের একটি ছক্কা থেকেই ঘটনার সূত্রপাত। ক্রিজ ছেড়ে এসে এনটুলিকে উড়িয়ে মারেন তিনি। এরপরই উত্তেজিত হয়ে পড়েন অতিথি দলের এই অফস্পিনার।

তর্কে জড়িয়ে পড়ার পর এনটুলি রিপনের হেলমেট টেনে ধরেন ও ধাক্কা দেন। আম্পায়ার ও সতীর্থরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে কিছুক্ষণ তাদের কথাও অগ্রাহ্য করেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকার কয়েকজন খেলোয়াড় এসে এনটুলিকে সরিয়ে নিলেও তারাও রিপনকে উদ্দেশ করে আঙুল উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

আরো পড়ুন:

‘ফিয়ারলেস, নট কেয়ারলেস ক্রিকেট’, পাকিস্তান অধিনায়কের সতর্কবার্তা

আইপিএলের শেষ চার চূড়ান্ত: দেখে নিন প্লে-অফের সময়সূচি

এই ঘটনার পরও রিপনকে চাপ দেওয়ার চেষ্টা অব্যাহত রাখে প্রতিপক্ষ। এক পর্যায়ে এনটুলি রিপনের শরীর বরাবর থ্রো করেন। দুই আম্পায়ারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

বিতর্কিত এই ঘটনার মাঝেও ব্যাট হাতে দলের হাল ধরেন পেসার রিপন মণ্ডল। ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। এছাড়া মেহেদী হাসান করেন ৪৪ রান এবং রাকিবুল হাসান করেন ৩১ রান।

৭ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ দিন শেষে পৌঁছে যায় ৩৭১ রানে — এক শক্ত ভিত।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনট ল

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ