বাগবিতণ্ডার পর রিপনকে হেলমেট টেনে হেনস্তা
Published: 28th, May 2025 GMT
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ইমার্জিং দলের ম্যাচ। বুধবার, ম্যাচের দ্বিতীয় দিনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রোটিয়া স্পিনার শেপো এনটুলি ও বাংলাদেশের রিপন মণ্ডলের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা, যা পরে রূপ নেয় শারীরিক হেনস্তায়। রিপনের একটি ছক্কা থেকেই ঘটনার সূত্রপাত। ক্রিজ ছেড়ে এসে এনটুলিকে উড়িয়ে মারেন তিনি। এরপরই উত্তেজিত হয়ে পড়েন অতিথি দলের এই অফস্পিনার।
তর্কে জড়িয়ে পড়ার পর এনটুলি রিপনের হেলমেট টেনে ধরেন ও ধাক্কা দেন। আম্পায়ার ও সতীর্থরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে কিছুক্ষণ তাদের কথাও অগ্রাহ্য করেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকার কয়েকজন খেলোয়াড় এসে এনটুলিকে সরিয়ে নিলেও তারাও রিপনকে উদ্দেশ করে আঙুল উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
আরো পড়ুন:
‘ফিয়ারলেস, নট কেয়ারলেস ক্রিকেট’, পাকিস্তান অধিনায়কের সতর্কবার্তা
আইপিএলের শেষ চার চূড়ান্ত: দেখে নিন প্লে-অফের সময়সূচি
এই ঘটনার পরও রিপনকে চাপ দেওয়ার চেষ্টা অব্যাহত রাখে প্রতিপক্ষ। এক পর্যায়ে এনটুলি রিপনের শরীর বরাবর থ্রো করেন। দুই আম্পায়ারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
বিতর্কিত এই ঘটনার মাঝেও ব্যাট হাতে দলের হাল ধরেন পেসার রিপন মণ্ডল। ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। এছাড়া মেহেদী হাসান করেন ৪৪ রান এবং রাকিবুল হাসান করেন ৩১ রান।
৭ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ দিন শেষে পৌঁছে যায় ৩৭১ রানে — এক শক্ত ভিত।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিপিডিসিতে চাকরি, পদ ১টি, বেতন ১ লাখ ৭৫ হাজারের সঙ্গে নানা সুযোগ
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সম্প্রতি ১টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। চুক্তিভিত্তিক এ পদে তিন বছরের জন্য এমডি নিয়োগ দেবে ডিপিডিসি। এ পদের জন্য মাসে বেতন ১ লাখ ৭৫ হাজার টাকা। এর বছরে উৎসব বোনাস, বাসস্থানসহ নানা সুবিধা মিলবে।
বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। এমডি পদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদ ভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে ।
আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫চাকরিতে আবেদনের বয়সআবেদনকারী প্রার্থীর বয়স ২৩-০৭-২০২৫ তারিখে সর্বনিম্ন ৫০ বছর ও সর্বোচ্চ ৬২ বছর হতে হবে।
আবেদনের নিয়মআগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ২১-০৮-২০২৫ তারিখের মধ্য জমা দিতে পারবেন।
আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশন বিশাল নিয়োগ, পদ ৩৬৩২৮ জুলাই ২০২৫