এই সিরিজে ডিআরএস নেই। থাকলে তাওহিদ হৃদয় হয়তো বেঁচেই যেতেন। আবরার আহমেদের বলে আম্পায়ার তাঁকে এলবিডব্লু আউট দেওয়ার পর এই ব্যাটসম্যানের প্রতিক্রিয়ায় ফুটে উঠেছে তেমনটাই। কিন্তু সপ্তম ওভারের ওই বলটায় হৃদয় যদি প্রযুক্তির সহায়তায় উদ্ধারও হতেন, ম্যাচের ফলে সেটা কি তেমন কোনো ভূমিকা রাখতে পারত!

হঠাৎ এক ব্যাটিং ধসের ছোট্ট একটা অংশ হৃদয়ের ওই আউট। পাকিস্তান দিয়েছিল ২০২ রানের লক্ষ্য। রান তাড়ায় বাংলাদেশের দরকার ছিল ওভারপ্রতি ১০–এর বেশি। আর এমন লক্ষ্যের পেছনে ছুটতে গিয়েই কিনা ১৮ বলের মধ্যে ১২ রানে ৫ আর ৩৬ বলের মধ্যে ৩৩ রানে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

অমন ব্যাটিং ধসের পর যা হওয়ার, তা–ই হয়েছে। ১৪৪ রানে আটকে গিয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৫৭ রানে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবারের এই হারে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও হেরেছে লিটন দাসের দল। প্রথম ম্যাচেও একই রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দল হেরেছিল ৩৭ রানে।

ব্যাটিং ধস শুরুর আগে রান তাড়ার শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। সালমান আগা আর হাসান আলীর প্রথম ২ ওভার থেকেই দুই ওপেনার তুলে নেন ৩২ রান। যার মধ্যে ২৯ রানই তানজিদ হাসানের।

চতুর্থ ওভারে পারভেজ হোসেন পেসার হারিস রউফকে তুলে মারতে গিয়ে মিড অনে ক্যাচ হলে বিপর্যয়ের শুরু। পঞ্চম ওভারে ফাহিম আশরাফের বলে তানজিদ আর ষষ্ঠ ওভারে হাসানের শিকারে পরিণত হন লিটন।

আবরার আহমেদের বলে এলবিডব্লিউ হন তাওহিদ হৃদয়।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

গতকাল বুধবার মাউশির অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব (ওপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এ ছাড়া গ্রেড-১০ থেকে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এই গ্রেডের শিক্ষকেরা ‘বিশেষ সুবিধা’র ক্ষেত্রে কেউই ১ হাজার ৫০০ টাকার কম পাবেন না।

আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগে

দেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।

সম্পর্কিত নিবন্ধ