ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ল কৃষকের ফসল, ক্ষতিপূরণ দাবি
Published: 31st, May 2025 GMT
ঝিনাইদহের মহেশপুরে ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় (কার্বন মনোক্সাইড) কৃষকের প্রায় ৫০০ বিঘা জমির ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ‘স্টোন ব্রিক্স’ নামের ওই ইটভাটা নিয়মনীতির তোয়াক্কা না করে দিনের পর দিন কালো ধোঁয়া ছাড়ছিল। প্রশাসনের নাকের ডগায় বসে এসব করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি ইটভাটা উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।
আব্দুল আলিম নামের এক চাষি বলেন, ‘‘ঋণ নিয়ে প্রায় ১০ বিঘা জমিতে আবাদ করেছিলাম। শনিবার মাঠে এসে দেখি, ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় সব নষ্ট হয়ে গেছে। এখন পথে বসা ছাড়া উপায় নেই।’’
আরো পড়ুন:
পাবনায় চরে চাষে যাওয়া ৮ কৃষককে পিটিয়ে আহত
রংপুরে বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, শঙ্কায় চাষি
শরিফুল ইসলাম নামের আরেক কৃষক বলেন, ‘‘ইটভাটার কালো ধোঁয়ায় ২০০ কৃষকের প্রায় ৫০০ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষিরা আবাদ করেছিলেন। এখন দুশ্চিন্তায় পড়েছেন তারা।’’
এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম। ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫