ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
Published: 10th, July 2025 GMT
ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে লাতিন আমেরিকার দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র করার ইঙ্গিত দিলেন তিনি। বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে বিষয়টি জানান ট্রাম্প।
বৃহস্পতিবার (১০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ব্রাজিল ‘আক্রমণ’ চালাচ্ছে। সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।
আরো পড়ুন:
৯০ দিনে মাত্র ৩টি দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র
উড়োজাহাজ ও ফুড ড্রিংক কিনতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে: বাণিজ্য সচিব
এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা প্রতিক্রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, ব্রাজিলের ওপর শুল্ক বৃদ্ধির প্রতিশোধ নেওয়া হবে। তিনি দেশের বিচার ব্যবস্থায় যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছেন।
সপ্তাহের শুরুতে বলসোনারোর বিচার নিয়ে ট্রাম্প লুলার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেসময় লুলা বলেন, “বিচার কার্যক্রমে ব্রাজিল কারো হস্তক্ষেপ মেনে নেবে না।” তিনি আরো বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।”
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানের কাছে ২২টি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব চিঠিতে তিনি ওই সব দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান। তার ভাষ্য অনুযায়ী নতুন শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
তবে ব্রাজিলকে পাঠানো চিঠিটি ছিল অনেক বেশি উদ্দেশ্যপ্রণোদিত এবং আক্রমণাত্মক। সেখানে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি ব্রাজিলকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যেকোনো পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন, যা বিদ্যমান ‘সেক্টরাল শুল্ক’ থেকে আলাদা।
গত বছর ব্রাজিলের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র লাভজনক অবস্থানে ছিল। তারা ব্রাজিলে যতো পণ্য বিক্রি করেছে, তার চেয়ে কম পণ্য আমদানি করেছে। চিঠিতে ট্রাম্প প্রস্তাবিত ৫০ শতাংশ শুল্ককে ‘প্রয়োজনীয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ব্রাজিলের বর্তমান সরকারের গুরুতর অবিচার সংশোধনের জন্য এটি জরুরি।”
লুলার সঙ্গে ট্রাম্পের ক্রমবর্ধমান দ্বন্দ্বের মধ্যে এই চিঠিটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে। কারণ তিনি ব্রাজিলকে অতি-ডানপন্থি নেতা জাইর বলসোনারোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়ার চেষ্টা করছেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র শ ল ক আর প র ওপর
এছাড়াও পড়ুন:
দুই জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা
অতিবৃষ্টির কারণে ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বন্যা ও তৎপরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে তাঁদের মতামত ও করণীয় তুলে ধরেন।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্ত করা ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত করা এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুনঘরে হাঁটুপানি, ভেলায় করে অন্তঃসত্ত্বাকে নেওয়া হলো হাসপাতালে৫ ঘণ্টা আগেএর পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নে এ দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর প্রতিরক্ষা ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে বলেও উপদেষ্টামণ্ডলীকে অবহিত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সভায় দুই জেলায় চলমান বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুনফেনীতে ভিড় বাড়ছে আশ্রয়কেন্দ্রে, শুকনা খাবার ও পানির সংকট৫৩ মিনিট আগে