নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী বাস পুকুরে, নিহত ৩
Published: 10th, July 2025 GMT
রংপুরের পীরগাছায় বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে একটি বরযাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে মৃত্যু এক জন এবং হাসপাতালে নেওয়ায় পথে আরো দুজন নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রংপুরের ১২নং ওয়ার্ডের হাজীরহাট থানার শান্তা রানী (৫০), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা (৮০) এবং অজ্ঞাতনামা পুরুষ একজন।
জানা যায়, বুধবার (৯ জুলাই) গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বিয়ের দাওয়াত খেয়ে রংপুরে ফিরছিলে বরযাত্রীবাহী বাসটি। পীরগাছার বেলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশে পুকুরে উল্টে পড়ে বাসটি।
স্থানীয় এলাকার বাসিন্দা রাজু ও রাসেদ মিয়া বলেন, ‘‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এবং অপরদিকে মালবাহী ট্রাককে সাইড দিতে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় বাসটি। এসময় বিকট শব্দ শুনতে পাই। তাৎক্ষণিকভাবে আমরা দৌড়ে গিয়ে গুরুতর আহত শিশুসহ, মহিলা ও পুরুষদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠাই। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আরো অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।’’
এসময় রংপুরের পীরগাছা থানার উপ-পরিদর্শক শাহ আলম বলেন, “খবর পেয়ে শিশুসহ অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা পুকুর থেকে বাসটি তুলেছি।”
এই দুর্ঘটনায় হতাহতরা রংপুরের বদরগঞ্জের উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে চলে যাই। সেখানে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পীরগাছা এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে।”
ঢাকা/আমিরুল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রগ ছ উপজ ল
এছাড়াও পড়ুন:
বৃষ্টি কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও মুষলধারে, আবার কোথাও গুঁড়ি গুঁড়ি। এতে কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকে এই বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
তরিফুল নেওয়াজ কবির জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ৩৯৯ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৭৭ মিলিমিটার।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।এছাড়া রংপুরের অনেক জায়গায় হালকা থেকে ভারি এবং ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত হচ্ছে।
আরো পড়ুন:
দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
বৃষ্টির দিনে প্রিয় খাবার খিচুড়ি, আর কী?
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রবিবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
ঢাকা/এসবি