নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী বাস পুকুরে, নিহত ৩
Published: 10th, July 2025 GMT
রংপুরের পীরগাছায় বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে একটি বরযাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে মৃত্যু এক জন এবং হাসপাতালে নেওয়ায় পথে আরো দুজন নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রংপুরের ১২নং ওয়ার্ডের হাজীরহাট থানার শান্তা রানী (৫০), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা (৮০) এবং অজ্ঞাতনামা পুরুষ একজন।
জানা যায়, বুধবার (৯ জুলাই) গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বিয়ের দাওয়াত খেয়ে রংপুরে ফিরছিলে বরযাত্রীবাহী বাসটি। পীরগাছার বেলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারান চালক। সড়কের পাশে পুকুরে উল্টে পড়ে বাসটি।
স্থানীয় এলাকার বাসিন্দা রাজু ও রাসেদ মিয়া বলেন, ‘‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এবং অপরদিকে মালবাহী ট্রাককে সাইড দিতে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় বাসটি। এসময় বিকট শব্দ শুনতে পাই। তাৎক্ষণিকভাবে আমরা দৌড়ে গিয়ে গুরুতর আহত শিশুসহ, মহিলা ও পুরুষদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠাই। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আরো অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।’’
এসময় রংপুরের পীরগাছা থানার উপ-পরিদর্শক শাহ আলম বলেন, “খবর পেয়ে শিশুসহ অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমরা পুকুর থেকে বাসটি তুলেছি।”
এই দুর্ঘটনায় হতাহতরা রংপুরের বদরগঞ্জের উপজেলার শ্যামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে চলে যাই। সেখানে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পীরগাছা এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে।”
ঢাকা/আমিরুল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রগ ছ উপজ ল
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।