মেট্রোরেলে ১২০ পদে চাকরি, আবেদনের সুযোগ যাদের
Published: 3rd, June 2025 GMT
শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ২৪ ক্যাটাগরির পদে মোট ১২০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা
২.
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা
৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল)
পদসংখ্যা: ২
বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা
৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা
৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ৩
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
৬. পদের নাম: অর্থ কর্মকর্তা
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
৭. পদের নাম: জুনিয়র রাজস্ব কর্মকর্তা
পদসংখ্যা: ২
বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা
৮. পদের নাম: অর্থ সহকারী
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা
৯. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৫
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১০. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)
পদসংখ্যা: ৬
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১১. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১২. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১৩. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১৪. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১৫. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১৬. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১৭. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১৮. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা
১৯. পদের নাম: জুনিয়র মার্কেটিং অফিসার
পদসংখ্যা: ২
বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা
২০. পদের নাম: পেশ ইমাম
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ২৩,৪৬০ টাকা
২১. পদের নাম: মোয়াজ্জিন
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা
২২. পদের নাম: সেমি স্কিলড মেইনটেইনার
পদসংখ্যা: ৮০
বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা
২৩. পদের নাম: সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক)
পদসংখ্যা: ৪
বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা
২৪. পদের নাম: সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি)
পদসংখ্যা: ১
বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা
যেভাবে আবেদন
যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।
আবেদন ফি
১-৬ এবং ৯-১৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৭ ও ১৯ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা এবং ৮ ও ২০-২৪ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ জুন, ২০২৫।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পদ র ন ম পদস খ য সহক র
এছাড়াও পড়ুন:
অ্যাপে পরিচয়-প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক
ভাষা, সংস্কৃতি ও হাজার মাইলের দূরত্বকে হার মানিয়েছে ভালোবাসা। ভালোবাসার টানে এক তরুণীকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন চীনের এক যুবক। গত শুক্রবার রাতে চীন থেকে ঢাকায় পৌঁছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক তরুণীর বাসায় আসেন তিনি। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁরা বিয়ে সম্পন্ন করবেন।
চীনের যুবকের নাম ওয়াং তাও (৩৬)। চীনের হোয়ানান প্রদেশের ওয়াং ইচাং চাওয়ের ছেলে তিনি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তারের (২২) সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তাঁর। সুরমা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং ঢাকার লালবাগে থাকেন। আজ রোববার তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে তরুণীর পরিবার জানিয়েছে।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান চীনের যুবক ওয়াং তাও। বিমানবন্দর থেকে চীনের যুবককে আতিথেয়তা দিয়ে নিজ বাড়ি নাসিরনগরের কুন্ডার কোনাপাড়ায় নিয়ে আসেন তরুণী সুরমাসহ তাঁর পরিবারের লোকজন।
স্থানীয় লোকজন, পুলিশ ও তরুণীর পরিবারের দাবি, দেড় থেকে দুই মাস আগে ডেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়ার্ল্ড টক’ নামের একটি অ্যাপের মাধ্যমে ওয়াং তাওয়ের সঙ্গে সুরমার পরিচয় হয়। তাঁরা নিয়মিত চ্যাটে যোগাযোগ রাখতে শুরু করেন। তাঁদের মধ্যে বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। বিষয়টি চীনের যুবক ও ব্রাহ্মণবাড়িয়ার তরুণী নিজ নিজ পরিবারকে জানান। উভয় পরিবারের সম্মতিতে তাঁরা একে অপরকে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেন। পরে চীনের যুবক বাংলাদেশ ও চীনের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে আসেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে দুপুরের পর থেকে চীনের যুবককে দেখার জন্য সুরমার বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন।
সুরমা স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে চীনের যুবক ওয়াং তাওয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রেমে গড়ায়। ট্রান্সলেটরের মাধ্যমে তাঁরা একে অপরের সঙ্গে চ্যাট করতেন। একপর্যায়ে তাঁরা পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্তে পৌঁছান।
সুরমার মা নুরেনা বলেন, ‘আমার মেয়ের ভালোবাসা পেতে চীন থেকে যুবক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলে এসেছে। ওই যুবক কোনো ধর্মই বিশ্বাস করে না। মেয়েকে বিয়ে করতে প্রয়োজনে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে। আগামীকাল (আজ) রোববার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবে চীনের যুবক। এতে দুই পরিবারের সম্মতি আছে। আমরা এই বিয়েতে আনন্দিত। মেয়ের খুশিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
নাসিরনগর থানার কুন্ডা বিট উপপরিদর্শক (এসআই) জাহান-ই-আলম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জানতে পেরে কুন্ডা গ্রামে যাই। পাসপোর্ট দেখে নিশ্চিত হলাম যে যুবক চীনের নাগরিক। ওই তরুণী ঢাকার লালবাগে থাকেন। ‘ওয়ার্ল্ড টক’ নামের একটি অ্যাপসের মাধ্যমে তাঁদের পরিচয়। একপর্যায়ে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। চীনের যুবক ইংরেজি বোঝেন না। তাই কথা বলা সম্ভব হয়নি। তাঁরা একে অপরের সঙ্গে ট্রান্সলেটরের মাধ্যমে কথা বলতেন। তরুণী ও তাঁর পরিবার জানিয়েছে, রোববার হলফনামার মাধ্যমে চীনের যুবক মুসলিম হবেন। তারপর তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।’ তরুণীর বরাত দিয়ে তিনি আরও জানান, চীনের যুবক এক থেকে দেড় মাস থাকবেন। যাওয়ার সময় হয় ওই তরুণীকে সঙ্গে নিয়ে যাবেন বা পরে নিয়ে যাবেন।