কাল থেকে খুলছে সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র
Published: 5th, June 2025 GMT
পানি বৃদ্ধি ও আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র 'সাদা পাথর' আবার খুলে দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে পর্যটন কেন্দ্রটি খুলবে। আজ বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুনন্নাহার জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত হয়ে যায়। গত ৩০ মে সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যটন কেন্দ্র থেকে পানি নেমে যাওয়ায় এক সপ্তাহের মধ্যে আবার তা খুলে দেওয়া হল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সবধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা
সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া বাকি সবধরনের নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বালু ও পাথর লুট ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে মাইকিং করে এই নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ তার ফেসবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন।
তিনি জানান, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ধলাই সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে বালু লুট হচ্ছিল। এছাড়া সাদাপাথর এলাকা থেকে পাথর লুট করছিল দুর্বৃত্তরা। বালু ও পাথর লুট বন্ধে প্রশান নতুন এ নির্দেশনা জারি করেছে। এর আগে সাদাপাথর লুটের ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। প্রশাসন কঠোর অবস্থান নেয়। সাদাপাথর লুটে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঢাকা/নূর/এস