দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে ভ্যাপসা গরম ছিল রাজধানী জুড়ে। দুপুর সাড়ে ১২টার পর বৃষ্টি নামে রাজধানীতে। সেই সঙ্গে ছিল বাতাস। ফলে স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। বৃষ্টির কারলে কমেছে সকালের ভ্যাপসা গরমও।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আরো পড়ুন:

ঈদের দিনে দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই  

বৈরী আবহাওয়া: খুলনা সার্কিট হাউস মাঠে হচ্ছে না ঈদের জামাত

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার (৭ জুন) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরো বলা হয়, আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং রবিবার (৮ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে। শেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকা/হাসান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাকসু নির্বাচনে এক বিভাগ থেকেই ভিপিসহ ২২ প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ থেকে বিভিন্ন পদে লড়বেন শিক্ষার্থীরা।

এবার নির্বাচনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকেই লড়ছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১২ জন এবং হল সংসদে ১০ জন। এছাড়া লড়ছেন ভিপি পদেও।

আরো পড়ুন:

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উত্তাল রাতের ক্যাম্পাস

রাকসু-চাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ইতিবাচক প্রভাব ফেলেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে। তাদের আশা প্রার্থীরা নির্বাচিত হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এছাড়া ভবিষ্যত নেতৃত্বে এটা বড় ভূমিকা রাকবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে লড়ছেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে সাইদুল ইসলাম আকাশ, জোহা হলে ভিপি পদে শিখর রায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে সিনেট ছাত্র প্রতিনিধি পদে ইরফান তামিম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহির ফয়সাল লড়বেন, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে বিল্লাল হুসাইন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে সৈয়দ আব্দুল কাদের, শাহরিয়ার মোর্শেদ, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে নূরনবি, হল সংসদে ক্রীড়া সম্পাদক পদে রুহুল আমীন, সাংস্কৃতি সম্পাদক  রনি আহমেদ, আলিম খান, সহ-সাংস্কৃতি সম্পাদক পদে আবু নাঈম, বিজয় ২৪ হলে জিএস পদে জুবায়ের জিসান।

এছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সিনেট সদস্য এবং তথ্য ও গবেষণা সম্পাদক পদে ইনসান আলী, সহ-সাধারণ সম্পাদক পদে (তাপসী রাবেয়া হল) খাতিজা আক্তার হিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে (শহীদ হবিবুর রহমান হল) এনামুল হক, সহ-ক্রিয়া সম্পাদক ( জুলাই-৩৬ হল) উম্মে জাহান (বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত), ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এজিএস পদে শাহ পরান লিখন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনান হাওলাদার, সহ-নারী-বিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক, সমাজকল্যাণ সম্পাদক পদে শরিপুল ইসলাম, ২৩-২৪ সেশন থেকে মাদার বখস হলের কার্যনির্বাহী পদে আল আমিন লড়বেন।

এ বিষয়ে বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ও সহ-প্রচার সম্পাদক পদপ্রার্থী মুনান হাওলাদার বলেন, “আসলে ক্যাম্পাসের যেকোনো যৌক্তিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আমাদের বিভাগের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। আর যেহেতু ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেহেতু সব বিভাগের মধ্যেই একটা উৎসাহ কাজ করছে। আমাদের গণযোগাযোগ বিভাগ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী এই নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন, এটা অবশ্যই ইতিবাচক ও গর্বের।”

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম তানবীর বলেন, “দীর্ঘদিন পরে রাকসু হচ্ছে। সবাই উৎসবমুখর পরিবেশে রাকসুকে বরণ করছে। সেই জায়গা থেকে আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০ এর অধিক প্রার্থী কেন্দ্রে এবং হল সংসদে দাঁড়িয়েছে। আমি এই বিভাগের শিক্ষার্থী হিসেবে বিষয়টি খুবই পজিটিভলি দেখছি এবং নির্বাচনের মাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি।”

তিনি বলেন, “আমরা আগে পরে দেখেছি বিভাগের অনেকেরই নেতৃত্ব গুণ রয়েছে। জুলাই-আগস্টে সম্মুখ সারিতে থেকে অনেকেই নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি রাকসুতেও এমন নেতৃত্ব গুণাবলী সম্মিলিত শিক্ষার্থী দরকার। এছাড়া মিডিয়ার শিক্ষার্থী হওয়ায় মিডিয়া ও প্রকাশনার যে দুইটি পদ রয়েছে সেখানে আমাদের বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে।”

বিভাগের সভাপতি ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, “এটা আমি খুব ইতিবাচক হিসেবে দেখছি। আমাদের বিভাগের শিক্ষার্থীরা ভিপিসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি করবে। ইতোমধ্যে তাদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, আমি তাদের নিয়ে আশাবাদী। আশা করি, তারা নির্বাচিত হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ