ক্যারিবিয়ান কিংবদন্তিরা আবার মাঠে নামছেন! ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ এবং লেন্ডল সিমন্সরা খেলবেন আবার খেলবেন ওয়েস্ট ইন্ডিজ দলে। না, আন্তর্জাতিক ক্রিকেটে নয়, তারা মাঠে নামবেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলে খেলবেন গেইলরা।

শুধু ছক্কাবাজ গেইল, পোলার্ডরাই নয়, টেস্ট ক্রিকেটে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা সেই শিবনারায়ণ চন্দরপলও থাকছেন। গতির ঝড় তুলতে পেস ইউনিটে আছেন ফিদেল এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল ও শেলডন কটরেল।

১৮ জুলাই শুরু হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের দ্বিতীয় আসর।  ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চারটি ভেন্যুতে—এজবাস্টন, নর্দাম্পটন, লেস্টার ও হেডিংলি।

ভারতকে নেতৃত্ব দেবেন যুবরাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ