কিংবদন্তিদের বিশ্বকাপে গেইল–যুবরাজ–ডি ভিলিয়ার্সরা
Published: 18th, June 2025 GMT
ক্যারিবিয়ান কিংবদন্তিরা আবার মাঠে নামছেন! ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ এবং লেন্ডল সিমন্সরা খেলবেন আবার খেলবেন ওয়েস্ট ইন্ডিজ দলে। না, আন্তর্জাতিক ক্রিকেটে নয়, তারা মাঠে নামবেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলে খেলবেন গেইলরা।
শুধু ছক্কাবাজ গেইল, পোলার্ডরাই নয়, টেস্ট ক্রিকেটে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা সেই শিবনারায়ণ চন্দরপলও থাকছেন। গতির ঝড় তুলতে পেস ইউনিটে আছেন ফিদেল এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল ও শেলডন কটরেল।
১৮ জুলাই শুরু হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের দ্বিতীয় আসর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চারটি ভেন্যুতে—এজবাস্টন, নর্দাম্পটন, লেস্টার ও হেডিংলি।
ভারতকে নেতৃত্ব দেবেন যুবরাজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গত শনিবার অভিবাসীদের বহনকারী একটি নৌযান পানিতে ভেসে গেলে ১৭ জনের মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ভেসে থাকা ওই ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত থাকার কারণে এর ভেতরে পানি ঢুকেছিল।
এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।
তিনি বলেন, ‘নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।’
গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন।
ইআরটি এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের ধারণা, পানিশূন্যতায় অভিবাসীদের মৃত্যু হয়েছে।
ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা।