নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুর ওপর ট্রাকচাপায় দুই জন নিহত
Published: 2nd, October 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের একজনের নাম রাকিব (২২)। অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জুলহাস উদ্দিন প্রথম আলোকে বলেন, একটি বিকল ট্রাক আরেকটি ট্রাকের সাহায্যে টেনে নেওয়া হচ্ছিল। পথে ট্রাকটি সেতুর বিভাজকের সঙ্গে আটকে যায়। তখন সেটি ফেলে ওই দুই জন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, নিহত দুজনের মধ্যে একজনের নাম রাকিব। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র্যাবের ৩ সদস্য আহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদাপোশাকে অভিযান চালিয়ে আসামি ধরার সময় হামলায় আহত হয়েছেন র্যাবের তিন সদস্য। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১১–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদাপোশাকে র্যাবের একটি গোয়েন্দা দল অভিযানে নামে। তবে অভিযানের খবর টের পেয়ে যান আসামি সাহেব আলী ও তাঁর সহযোগীরা। তাঁরা অতর্কিত হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে র্যাবের তিন সদস্য আহত হন। গুরুতর আহত এক সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আসামি সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত এক ডজন মামলা আছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ওই আসামিকে (সাহেব আলী) তাঁরা অনেক দিন ধরে ধরার চেষ্টা করছিলেন। মঙ্গলবার রাতে তাঁর অবস্থান জানতে পেরে সাদাপোশাকে র্যাবের গোয়েন্দা দল পর্যবেক্ষণে যায়। এ সময় ওই আসামির সহযোগীরা চিৎকার ও ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পালিয়ে যান। তাঁকে ধরার চেষ্টা চলছে।