টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার
Published: 2nd, October 2025 GMT
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানবপাচার চক্রের কবল থেকে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন:
দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
রামুতে পাহাড় থেকে মরদেহ উদ্ধার
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়- মালয়েশিয়ায় পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে আটক রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়।
অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২১ জনকে উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের আটক ও চক্রকে চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবপাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র উদ ধ র
এছাড়াও পড়ুন:
ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা
পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। মুকুল ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম। তিনি দুপুরের খাবার শেষ মসজিদে নামাজ পড়াতে যান। সে সময় তার স্ত্রী ঘরেই অবস্থান করছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাদের ঘরে এসে মুকুল বেগমের লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, মুকুল বেগমের পরিবারের ধারণা, তাদের ঘরে থাকা ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ার জন্য দুর্বৃত্তরা হয়ত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।
ঢাকা/ইমরান/রফিক