সম্প্রতি শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার একই পথে হাঁটতে যাচ্ছেন ভারতের নারী ক্রিকেটাররাও।

আগামী রোববার কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে আইসিসি নারী বিশ্বকাপের ম্যাচে হাত মেলানো থেকে ক্রিকেটারদের বিরত থাকতে বলেছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এ খবর জানিয়েছে।

এবার নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। বিসিসিআইয়ের সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, গতকাল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে ভারতের খেলোয়াড়দের জানানো হয়েছে, টসের সময় বা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো যাবে না।

বিসিসিআইয়ের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ‘বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে হাত মেলাবে না ভারতীয় নারী দল। বিসিসিআই এরই মধ্যে খেলোয়াড়দের তা জানিয়েছে। বোর্ড খেলোয়াড়দের পাশে থাকবে।’

বিবিসিতে এ নিয়ে কথা বলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। সেখানে তিনি অবশ্য হাত মেলানো কিংবা না মেলানো নিয়ে কিছুই নিশ্চিত করে বলেননি, ‘আমি কিছুই আগে থেকে বলতে পারব না। তবে ওই শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। সব ক্রিকেটীয় প্রটোকল মানা হবে। যা এমসিসির নিয়মে রয়েছে, সবকিছুই পালন করা হবে। তবে হাত মেলানো বিষয়ে আমি এখনই কোনো নিশ্চয়তা দিতে পারছি না।’

আরও পড়ুনক্ষমা চাইনি, চাইবোও না, ট্রফি আমার কাছ থেকে নিতে হবে—ভারতকে এসিসি প্রধান১৪ ঘণ্টা আগে

বার্তা সংস্থা পিটিআই বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ভারতীয় নারী দলের পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না। সেই কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই সরকারের নীতির সঙ্গে একাত্ম। তাই টসের সময় হাত মেলানো হবে না, ম্যাচ রেফারির সঙ্গে কোনো যৌথ ছবি তোলা হবে না এবং খেলা শেষে হাত মেলানোও হবে না। পুরুষ দলের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করা হয়েছে, সেটিই নারী দলের ক্ষেত্রেও কার্যকর হবে।’

১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান ম্যাচে টসের সময় হাত না মেলানো কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প ব স স আই

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩

স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৪

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড: ৯

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ৪৯

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

গ্রেড: ১০

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

http://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।

আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে

সম্পর্কিত নিবন্ধ