পণ্য আমদানি করতে বিদেশে পাঠানো যাবে ১ লাখ ডলার
Published: 21st, June 2025 GMT
পণ্য আমদানির ব্যয় মেটাতে চলতি হিসাব থেকে অর্থ পাঠানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চলতি লেনদেনের মাধ্যমে পণ্য আমদানি ও সেবার ব্যয় মেটাতে ১ লাখ ডলার বিদেশে পাঠানো যাবে। এ নির্দেশনার ফলে বিদেশে অর্থ পাঠানো সহজ হলো।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গত বৃহস্পতিবার (১৯ জুন) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে বিদ্যমান শিল্পনীতির আওতায় থাকা সব খাতের কোম্পানি বার্ষিক বিক্রির ১ শতাংশ বা সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার যেটি বেশি, তা বিদেশে পাঠাতে পারবে, যদি তা চলতি হিসাবে লেনদেন হয়। এর আগে এই সুবিধা শুধু উৎপাদন ও শিল্পনীতি অনুযায়ী তালিকাভুক্ত সেবা খাতের জন্য প্রযোজ্য ছিল। নতুন নির্দেশনায় এই সুবিধা আরো বিস্তৃত হয়েছে। এখন থেকে ট্রেডিংসহ বিভিন্ন খাতের ব্যবসায়িক লেনদেনেও প্রয়োজন অনুযায়ী অর্থ পাঠানো যাবে।
আরো পড়ুন:
ব্যাংকিং খাত সংস্কারে এডিবির ৬১৫০ কোটি টাকা ঋণ অনুমোদন
সরকারি প্রকল্পের কনসালটেন্সি ফি পাঠাতে নতুন নির্দেশনা
তবে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মতো আর্থিক খাতগুলো নতুন নির্দেশনার বাইরে থাকবে।
রয়্যালটি, কারিগরি সহায়তা, কারিগরি জ্ঞান বৃদ্ধির ফি ও ফ্র্যাঞ্চাইজি ফি এ বিশেষ সুবিধার আওতায় পড়বে না। এগুলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) জন্য দেওয়া নির্দেশনা অনুযায়ী চলবে। এসব অর্থ পরিশোধে আগের মতোই নির্ধারিত অনুমোদনের মাধ্যমে পাঠাতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন নির্দেশনার ফলে সেবা খাতের সব ধরনের অর্থ বিদেশে পাঠানো সহজ হবে। তা শুধু বিদ্যমান শিল্পনীতির তালিকাভুক্ত সেবা খাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এ উদ্যোগ সেবা খাতসহ অন্যান্য খাতের ব্যবসার প্রসারে সহায়ক হবে।
ঢাকা/এনএফ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় বালকদের ভলিবল প্রতিযোগিতা (অনুর্ধ্ব-১৬) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ মাঠে বালকদেও ভলিবল (অনুর্ধ্ব-১৬) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবযানী কর, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, সিদ্ধিরগঞ্জ সার্কেল, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেলিনা আক্তার, প্রধান শিক্ষক, আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ এবং নাজমুন্নাহার খানম, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, (অঃদাঃ) নারায়ণগঞ্জ। উক্ত প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬২ জন বালক অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন কওে সরকারি হাজী ইব্রাহিম আলম চান মডেল স্কুল এন্ড কলেজ এর ছাত্রবৃন্দ এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এর ছাত্রবৃন্দ।
বালকদের ভলিবল প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা কৌশল ও মেধার প্রতিযোগিতায় নিজেদেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও স্কুলের ছাত্ররা। প্রতিযোগিদের মাঝে জার্সি বিতরণ করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী ও স্বাস্থ্য সচেতন কওে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্ত করেন।