রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিস্তা প্রকল্প বাস্তবায়নে রাবিতে গণজমায়েত

রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সম্ভাব্য তারিখ ২০ নভেম্বর

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো.

আখতার হোসেন মজুমদার বলেন, “বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে নতুন করে আর কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না।”

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বিষয়ে তিনি বলেন, “আমাদের এখনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সমাবর্তনের অতিথিদের বিষয়ে বিস্তারিত তথ্যাবলী আমরা পরে জানানো হবে।”

গত ১৭ ফেব্রুয়ারি দ্বাদশ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নিবন্ধিত শিক্ষার্থীদের কর্মদিবসে সমাবর্তন না করার দাবিতে তারিখ পিছান হয়।

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বছর শেষে তানজিকার জোড়া ফিল্ম

বছর শেষে দর্শকদের জন্য দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী তানজিকা আমিন। আশফাক নিপুণের প্রশংসিত ওয়েব সিরিজ ‘মহানগর টু’-এ অভিনয়ের পর থেকেই আলোচনায় আছেন তিনি। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরেই দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দুই ওয়েব ফিল্ম—‘ডিমলাইট’ ও ‘অমীমাংসিত’। 

মুক্তির আগেই দু’টি কনটেন্ট ঘিরে দর্শক ও সমালোচকদের প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নিজেও বেশ উচ্ছ্বসিত তানজিকা। এ অভিনেত্রী বলেন, “বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া সত্যিই আনন্দের। দুটি কাজেই সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। দর্শক কীভাবে গ্রহণ করবেন, সেটাই এখন দেখার বিষয়।” 

আরো পড়ুন:

‘ফার্স্ট লাভ’ দিয়ে নীলার অভিনয়ে অভিষেক

তটিনী আমার ভালো বন্ধু: ইয়াশ

‘ডিমলাইট’-এ তানজিকাকে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের এক গৃহিণীর ভূমিকায়। মিডলাইফ ক্রাইসিসকে কেন্দ্র করে নির্মিত এ গল্পে তার চরিত্রের নাম তানিয়া, আর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। আগামী ১১ ডিসেম্বর এটি মুক্তি পাবে চরকিতে। 

সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন দুই বছর আগে। সেন্সর জটিলতার কারণে দীর্ঘদিন আটকে থাকলেও এই ডিসেম্বরেই এটি আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে। এখানে তানজিকা হাজির হচ্ছেন একজন সাংবাদিকের চরিত্রে; তার স্বামীর ভূমিকায় রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। 

গল্পের কেন্দ্রবিন্দু এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্য উদঘাটন। চরিত্রটি নিয়ে তানজিকা বলেন, “সাংবাদিক চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ চরিত্রটি প্রতিষ্ঠিত, আর দর্শকের প্রত্যাশাও অনেক বেশি। ভয় অবশ্য আছে, তবে আত্মবিশ্বাসও আছে। কারণ পুরো টিমই আন্তরিকতার সঙ্গে কাজটি করেছে। আশা করছি, দর্শকের প্রত্যাশা পূরণ করবে।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ