বুয়েটের সেই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার করার কথা জানাল পুলিশ
Published: 22nd, October 2025 GMT
ইসলাম ধর্ম ও মুসলিম নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২১তম ব্যাচের এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার গভীর রাতে বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় মামলাটি করেন। চকবাজার থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক মামলার তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
আজ বুধবার দুপুরের দিকে এসআই আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে গতকাল রাতে বুয়েট কর্তৃপক্ষ মামলা করে। তাঁকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ছদ্মনাম ব্যবহার করছিলেন শ্রীশান্ত। তিনি ইসলাম ও মুসলিম নারীদের নিয়ে রেডিটে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তাঁর করা বিদ্বেষমূলক মন্তব্য শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এর পরিপ্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মনে গভীর উদ্বেগ তৈরি হয়। ছাত্রছাত্রীদের দাবিতে তাঁর বিরুদ্ধে এ এজাহার করা হলো।
আরও পড়ুনরাতে উত্তাল বুয়েট: দাবির মুখে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার১৩ ঘণ্টা আগেগতকাল রাতে বুয়েট ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের দাবির মুখে রাতেই শ্রীশান্তকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে তাঁকে আটক করে চকবাজার থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলা করা হলে তাঁকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
আরও পড়ুনবুয়েটের ঘটনায় সামনে আসা রেডিট কী, মাধ্যমটি কি বাংলাদেশে বৈধ? কতটা জনপ্রিয়৪২ মিনিট আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
রিসোর্টের সুইমিংপুলে সাঁতার কাটছে কুমির
অবকাশযাপনে মোটা অঙ্কের অর্থ খরচ করে বিলাসবহুল কোনো হোটেলে বা রিসোর্টে গেছেন, সেখানে সুইমিংপুলের নীল শান্ত পানির পাশে পাতা চেয়ারে শুয়ে চোখ বন্ধ করে রোদ পোহাচ্ছেন। হঠাৎ যদি জানতে পারেন, সুইমিংপুলের পানিতে সাঁতরে বেড়াচ্ছে একটি কুমির—কী করবেন, ভেবে দেখেছেন কখনো?
এমন একটি ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের শেরাটন গ্র্যান্ড মরাজ রিসোর্টে। বিলাসবহুল এই রিসোর্টের অবস্থান অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূল ঘেঁষে কোরাল সাগরপারের শহর পোর্ট ডগলাসে। শহরটি গ্রেট ব্যারিয়ার রিফের কাছে।
শনিবার বিকেলে রিসোর্টের দুই অতিথি অনলাইন প্ল্যাটফর্ম টিকটকে ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায়, বিশাল সুইমিংপুলে সাঁতার কাটছে একটি ছোট কুমির।
রিসোর্টের অতিথি লিসা কেলার তাঁর টিকটক ভিডিওতে বলেন, ‘আমি কাউকে ভয় দেখাতে চাইছি না। তবে শেরাটনের পুলে একটি কুমির আছে।’
দ্বিতীয় ভিডিওতে লিসা দেখান, সুইমিংপুলের চারপাশের লাউঞ্জে পাতা চেয়ারে শুয়ে অতিথিরা সূর্যস্নান করছেন।
টিকটকে আরেক ব্যক্তি কুমিরের ভিডিও পোস্ট করেন। @জ্যাসিল নামের ওই অ্যাকাউন্ট থেকে বলা হয়, ‘পোর্ট ডগলাসের গ্র্যান্ড মরাজ রিসোর্টের সুইমিংপুলে একা একটি কুমির আরাম করে সাঁতার কাটছে।’
ভিডিওর নিচে একজন মন্তব্য করেন, হোটেলের সুইমিংপুলে কুমির দেখা যাওয়ার ঘটনা এই প্রথম নয়; গলফ কোর্সেও একটি কুমির দেখা গিয়েছিল।
কুইন্সল্যান্ডের পরিবেশ, পর্যটন, বিজ্ঞান ও উদ্ভাবন বিভাগের (ডিইটিএসআই) একজন মুখপাত্র গতকাল রোববার পোর্ট ডগলাসের হোটেলের সুইমিংপুলে কুমির পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে রেঞ্জাররা ঘটনাস্থলে যান।
ডিইটিএসআই মুখপাত্র বলেছেন, ‘কিউওয়াইল্ডলাইফ’ অ্যাপের মাধ্যমে পাওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ অক্টোবর পোর্ট ডগলাসের একটি হোটেলের পুল থেকে একটি কুমির উদ্ধার করার পর সেটিকে পুনর্বাসন করা হয়েছে।
ওই এলাকায় কুমির সতর্কতার ‘সাইনপোস্ট’ বসানো হয়েছে বলেও জানান তিনি।