চেলসিকে হারিয়ে শেষ ষোলোয় ফ্ল্যামেঙ্গো
Published: 22nd, June 2025 GMT
বিশ্ব ফুটবলের মঞ্চে আবারও বাজল লাতিন ঢাক। রক্ষণাত্মক শক্তি, গোছানো পাস আর আগ্রাসী ছন্দে ইংলিশ ক্লাব চেলসির ‘ব্লু’ প্রাচীরকে ভেঙে ফেলল ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তারা জিতল ৩-১ গোলে। আর সেই সঙ্গে পকেটে পুরল ক্লাব বিশ্বকাপের নকআউটের টিকিট।
চেলসির বিপক্ষে এমন নাটকীয় জয়ে ফুটবলবিশ্ব যেন আবারও চমকে উঠল। এর আগেই বতাফোগো চমকে দিয়েছিল পিএসজিকে। এবার ফ্ল্যামেঙ্গো চমক দেখাল ইংল্যান্ডের সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে। দুই ম্যাচে দুই জয় তুলে নিয়ে ‘ডি’ গ্রুপে ফ্ল্যামেঙ্গো এখন একচ্ছত্র অধিপতি।
ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচটি ছিল সত্যিকারের নাটকের এক অধ্যায়। শুরুতে ফ্ল্যামেঙ্গো অনেকবার চেষ্টা করলেও প্রথম সুযোগ কাজে লাগায় চেলসি। ১৩ মিনিটে রক্ষণের এক ভুলে গোল করেন পেদ্রো নেতো। ইংলিশ ক্লাব তখন নিয়ন্ত্রণ নিতে শুরু করে। কিন্তু সেই মুহূর্তে সীমানার প্রহরায় দাঁড়িয়ে ছিলেন ফ্ল্যামেঙ্গোর আর্জেন্টাইন গোলকিপার আগুস্তিন রসি।
আরো পড়ুন:
নকআউট পর্বে বায়ার্ন
১৪ কোটি টাকা জরিমানা গুনলো ম্যানসিটিকে
প্রথমার্ধে স্কোরলাইন বদলায়নি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক নতুন ফ্ল্যামেঙ্গো। যেন কেউ হৃদয়ে আগুন ছুঁড়ে দিয়েছে। ৬২ মিনিটে মাঠে নেমেই গোল করেন অভিজ্ঞ ব্রুনো এনহিকে। আর তিন মিনিট পরই কর্নার থেকে আসা বল দানিলোর মাথা ছুঁয়ে চেলসির জালে।
চেলসি তখনও গুছিয়ে উঠতে পারেনি। তার আগেই আরেক বিপর্যয়। বদলি হিসেবে নামা নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফ্ল্যামেঙ্গোর উচ্ছ্বাস তখন আরও এক ধাপ চড়া। ৮৩ মিনিটে ওয়ালাসে ইয়ান গোল করে জয় নিশ্চিত করেন এবং উৎসবের সুরে গর্জে ওঠে লাল-কালো সেনারা।
এই ম্যাচ শুধু একটি জয়ের গল্প নয়, এটি ইউরোপিয়ান অহংকারের মুখে এক লাতিন চপেটাঘাত। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিরা এবার যেন ঠিক করেছে; মঞ্চে শুধু নাম তুলবে না ইতিহাসও লিখবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডি পল-সুয়ারেজে কোয়ার্টার ফাইনালে মেসিহীন মায়ামি
লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে লিগস কাপে পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। গোলের পাশাপাশি সতীর্থদের দুটি গোলেও সহায়তা করেছেন উরুগুইয়ান এই তারকা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে অনুষ্ঠিত ম্যাচে পাওয়া এই জয়ে লিগস কাপের নকআউট পর্ব তথা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ডেভিড বেকহ্যামের দল।
তবে এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ডান পায়ের হালকা চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে। গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর। যদিও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। তবে মাঠের বাইরে থেকে ম্যাচটি উপভোগ করেছেন দর্শক গ্যালারির স্যুট থেকে।
আরো পড়ুন:
অবশেষে সংশয়ই সত্যি হলো, মাঠের বাইরে মেসি
ইনজুরির শঙ্কা, উত্তেজনার ঝড়: শেষ হাসি হাসল মেসিহীন মায়ামি
এই জয়ের ফলে ইন্টার মায়ামি প্রথম এমএলএস ক্লাব হিসেবে লিগস কাপের এবারের আসরের নকআউট পর্বে জায়গা করে নিলো। বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা ৮।
এদিন ম্যাচের ৩৪ মিনিটে পুমাসের জর্জে রুভালকাবা গোল করে দলকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫তম মিনিটে) সুয়ারেজের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা ফেরান ডি পল। এটি ছিল ইন্টার মায়ামির হয়ে ডি পলের প্রথম গোল।
ডি পল, যিনি মূলত লিওনেল মেসির সঙ্গে খেলার লক্ষ্যেই এমএলএসে এসেছেন। ক্লাবটির হয়ে অভিষেক করেছিলেন গত সপ্তাহে আটলাসের বিপক্ষে। নেকাক্সার বিপক্ষে ম্যাচে তিনি দুটি অ্যাসিস্ট করেছিলেন।
৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। পেনাল্টিটি এসেছিল পুমাস ডিফেন্ডার হোসে কাইসেদোর হ্যান্ডবলের কারণে। গত ২৩ জুন ক্লাব বিশ্বকাপে পামেইরাসের বিপক্ষে গোলের পর এটিই সুয়ারেজের প্রথম গোল।
এরপর ৬৯ মিনিটে সুয়ারেজের আরেকটি দারুণ অ্যাসিস্ট থেকে গোল করেন তাদেও অ্যালেন্দে। ম্যাচের বাকি সময়টায় আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে ও শেষ আট নিশ্চিত করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
ঢাকা/আমিনুল