‘এক নাম্বার তুঝি কম্বর’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। টিকটক, ফেসবুক থেকে ইউটিউব—কোথায় নেই গানটি?

মারাঠি ভাষার গানটি ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও আলোড়ন তুলেছে। গানটি নিয়ে নাচের ভিডিও বানানোর ধুম পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ছাপিয়ে শ্রোতাদের মুখে মুখেও ফিরছে গানটি।

ভারত, বাংলাদেশের বাইরে পাকিস্তানেও গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। গানটির স্রষ্টা মারাঠি তরুণ সংগীতশিল্পী সাঞ্জু রাঠোর।

গানটি ইউটিউবে বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে। গত ২২ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন সাঞ্জু রাঠোর।

দুই মাসের ব্যবধানে গানটি ইউটিউবে ১৩ কোটিরও বেশিবার শোনা হয়েছে। ১৪ লাখেরও বেশি লাইক পড়েছে। ৩২ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

সাঞ্জু রাঠোরকে নিয়ে এক শ্রোতা লিখেছেন, ‘লোকটা মারাঠি গানের স্টাইলকে বদলে দিয়েছে।’

‘এক নাম্বার তুঝি কম্বর’ গানে প্রেমিকার রূপের বর্ণনা দিয়েছেন গায়ক। গানে বলা হচ্ছে, প্রেমিকার কোমর চমৎকার। তাঁর হাঁটাচলা নৃত্যের ছন্দের মতো।

আরও পড়ুনফেসবুকে ভাইরাল ‘কম্বল দে’, আসলে কী?২৬ নভেম্বর ২০২৪

গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুরও বেঁধেছেন সাঞ্জু রাঠোর। গানটি প্রযোজনা করেছে জি স্পার্ক। গানের ভিডিও চিত্রে মডেল হিসেবে তরুণ অভিনেত্রী ইশা মালভিয়াকে দেখা গেছে। ভিডিও চিত্রটি বানিয়েছেন হিমাংশু ধর।

মারাঠি গানের শীর্ষ সংগীতশিল্পীদের একজন সাঞ্জু রাঠোর। এর আগে ‘গুলাবি সাদি’ শিরোনামে একটি গানে দুনিয়াজুড়ে ঝড় তুলেছিলেন তিনি। গানটির ভিডিও ইউটিউবে ৪৩ কোটিরও বেশিবার দেখা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাবুর্চি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউন আগুন লেগেছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । 

আরো পড়ুন:

নাগেশ্বরীতে আগুনে পুড়ল ৮ ব্যবসাপ্রতিষ্ঠান  

হাজরাকাটি বাজারে আগুনে পুড়ল ৮টি দোকান

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বার্বুচি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়লে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‍“ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ