‘এক নাম্বার তুঝি কম্বর’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। টিকটক, ফেসবুক থেকে ইউটিউব—কোথায় নেই গানটি?

মারাঠি ভাষার গানটি ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও আলোড়ন তুলেছে। গানটি নিয়ে নাচের ভিডিও বানানোর ধুম পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ছাপিয়ে শ্রোতাদের মুখে মুখেও ফিরছে গানটি।

ভারত, বাংলাদেশের বাইরে পাকিস্তানেও গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। গানটির স্রষ্টা মারাঠি তরুণ সংগীতশিল্পী সাঞ্জু রাঠোর।

গানটি ইউটিউবে বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে। গত ২২ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন সাঞ্জু রাঠোর।

দুই মাসের ব্যবধানে গানটি ইউটিউবে ১৩ কোটিরও বেশিবার শোনা হয়েছে। ১৪ লাখেরও বেশি লাইক পড়েছে। ৩২ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

সাঞ্জু রাঠোরকে নিয়ে এক শ্রোতা লিখেছেন, ‘লোকটা মারাঠি গানের স্টাইলকে বদলে দিয়েছে।’

‘এক নাম্বার তুঝি কম্বর’ গানে প্রেমিকার রূপের বর্ণনা দিয়েছেন গায়ক। গানে বলা হচ্ছে, প্রেমিকার কোমর চমৎকার। তাঁর হাঁটাচলা নৃত্যের ছন্দের মতো।

আরও পড়ুনফেসবুকে ভাইরাল ‘কম্বল দে’, আসলে কী?২৬ নভেম্বর ২০২৪

গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুরও বেঁধেছেন সাঞ্জু রাঠোর। গানটি প্রযোজনা করেছে জি স্পার্ক। গানের ভিডিও চিত্রে মডেল হিসেবে তরুণ অভিনেত্রী ইশা মালভিয়াকে দেখা গেছে। ভিডিও চিত্রটি বানিয়েছেন হিমাংশু ধর।

মারাঠি গানের শীর্ষ সংগীতশিল্পীদের একজন সাঞ্জু রাঠোর। এর আগে ‘গুলাবি সাদি’ শিরোনামে একটি গানে দুনিয়াজুড়ে ঝড় তুলেছিলেন তিনি। গানটির ভিডিও ইউটিউবে ৪৩ কোটিরও বেশিবার দেখা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক: ভারত

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপকে অন্যায়, অন্যায্য ও অযৌক্তিক আখ্যায়িত করেছে ভারত। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ ভারত নেবে বলেও ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর আগে দেশটির ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত এই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এই দুটি মিলিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

আরও পড়ুনভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, মোট দাঁড়াল ৫০২ ঘণ্টা আগে

হোয়াইট হাউস অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মন্ত্রণালয়ের মুখপাত্রের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে। আমরা ইতিমধ্যে এসব বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। ঘটনা হলো আমাদের আমদানি নির্ভর করে বাজারের ওপর। আর এটা করা সার্বিকভাবে ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটা খুবই দুঃখজনক যে যুক্তরাষ্ট্র শুধু ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে এমন সব পদক্ষেপের জন্য, যেগুলো আরও বেশ কয়েকটি দেশ নিচ্ছে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য।’

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের দিন জানা গেল চীন যাচ্ছেন মোদি১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ