‘হৃদয়ের ডাক শুনে’ ১০ কোটি টাকা বেতনে ৬ মাসের জন্য ভবিষ্যৎ ঠিক করলেন নেইমার
Published: 25th, June 2025 GMT
সান্তোসের সঙ্গে গতকাল চুক্তি নবায়ন করেছেন নেইমার। এই চুক্তির মেয়াদ ছয় মাস, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে নতুন চুক্তির মেয়াদ ফুরাবে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল সান্তোসে। দুই পক্ষের প্রাথমিক আলাপেও এমন আভাস ছিল। শেষ পর্যন্ত আরও ছয় মাসের জন্য নেইমারকে পাওয়া নিশ্চিত করতে পেরেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
আরও পড়ুনঅজুহাতে এগিয়ে ইউরোপিয়ান ক্লাবগুলো, ম্যাচ খেলায় ব্রাজিলিয়ানরা১১ ঘণ্টা আগেআগামী সোমবার নেইমারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো, যেটা তিনি করেছিলেন চলতি বছরের জানুয়ারিতে। সেই চুক্তির মেয়াদও ছিল ছয় মাস। সান্তোস তাঁকে দীর্ঘ সময়ের জন্য চাইলেও আগামী জানুয়ারির দলবদলের মৌসুমে নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেই সিদ্ধান্ত নেওয়ার পথটা খোলা রাখতে চান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। সে কারণে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ হননি বলে জানিয়েছে গ্লোবো।
চুক্তি নবায়নের পর সান্তোসের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে নেইমার বলেছেন, ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং হৃদয়ের ডাক শুনেছি। সান্তোস শুধু একটা দল নয়, আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস, আমার জীবন। এখানে আমি পরিণত হয়ে উঠেছি এবং এখানে সত্যিকারের ভালোবাসাটা পাই। নিজের মতো থাকতে পারি, সত্যিকারের সুখি।’
নেইমার এরপর বলেছেন, ‘আমার ক্যারিয়ারে যে স্বপ্নগুলো অর্জন করা হয়নি, সেসব এখানে পূরণ করতে চাই। কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। আমি চলে গিয়েছিলাম, ফিরে এসেছি এবং আছি, যেখানে সবকিছু শুরু হয়েছিল কিন্তু কখনো শেষ হবে না।’
আরও পড়ুনদুই ম্যাচে ১৬ গোল খাওয়া ক্লাবের স্কুলশিক্ষকের গোলে আর্জেন্টাইন পরাশক্তির বিদায়৫৪ মিনিট আগেচলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে মাত্র ১২ ম্যাচ খেলতে ৩টি গোল করতে পেরেছেন নেইমার। ৩টি গোলও বানিয়েছেন। মাংসপেশির চোটের কারণে দুই দফা তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে। ব্রাজিলের ঘরোয়া লিগে বোতাফোগোর বিপক্ষে নিজের সর্বশেষ ম্যাচে হাত দিয়ে গোল করায় লাল কার্ড দেখেছিলেন নেইমার।
গ্লোবো জানিয়েছে, বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার পর নেইমার সান্তোসে থাকবেন কি না, সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবেন। নতুন চুক্তিতে তাঁর পারিশ্রমিকও থাকছে আগের মতোই—মাসে ৭ লাখ ইউরোর কিছু বেশি (প্রায় ৯ কোটি ৯৬ লাখ টাকা)।
২০ দলের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ১৫তম অবস্থানে রয়েছে সান্তোস। নতুন চুক্তিতে চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত খেলতে পারবেন নেইমার। যদিও চোটপ্রবণতার কারণে তাঁকে নিয়মিত দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা যায় না। এই সান্তোসেই ক্যারিয়ার শুরু করে বার্সেলোনা, পিএসজি ও আল হিলাল ঘুরে সান্তোসেই ফিরেছেন নেইমার। চোটের ভুগেছেন প্রায় সব ক্লাবেই। সৌদি আরবের ক্লাব আল হিলালে ১৭ মাসের ক্যারিয়ারে যেমন মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ এ বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও সেই চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন নেইমার।
তবে ব্রাজিলে ফেরার পর সমালোচনার মুখেও পড়েছেন। চোটের পরিচর্যা করার মধ্যেই রিও কার্নিভালে অংশ নেওয়া এবং কিংস লিগে খেলে সমালোচিত হন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা এই তারকা গত মার্চে ফিরেছিলেন জাতীয় দলের স্কোয়াডে। কিন্তু ঊরুর মাংসপেশিতে পাওয়া চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে সেবার আর ব্রাজিল জাতীয় দলে ফেরা হয়নি নেইমারের। নিজেকে প্রত্যাহার করে নেন।
কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে আসার পর গত মে মাসে বিশ্বকাপ বাছাইয়ে নেইমারকে ব্রাজিল স্কোয়াডে ফেরাননি। আনচেলত্তি তখন বলেছিলেন, ‘যারা ভালো অবস্থায় আছে, আমি তাদের ডেকেছি। নেইমার এই মাত্র চোট থেকে সেরে উঠল, সবাই জানে সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা তার অপেক্ষায় আছি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ কৃষি ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ১ লাখ ৪০ হাজার
প্রধান নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই পদে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫।
চাকরির বিবরণ-পদের নাম: প্রধান নিরাপত্তা উপদেষ্টা (সার্বক্ষণিক)
পদসংখ্যা: ১
পদমর্যাদা: উপমহাব্যবস্থাপক
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে অন্তত মেজর/ সমমান পদমর্যাদায় অবসরপ্রাপ্ত হতে হবে; ব্যাংক/প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা, আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার সক্ষম হতে হবে। ব্যাংকিং কার্যক্রম ও অভ্যন্তরীণ ঝুঁকি/নিরাপত্তা বিষয় সম্পর্কে সুষ্ঠু জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
বেতন: ১,৪০,০০০ টাকা।
আরও পড়ুনবিসিএসে রিপিট ক্যাডার বন্ধ কেন জরুরি, এতে লাভ কার?৪ ঘণ্টা আগেআবেদনের নিয়মডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনপত্রসহ সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্রাদি স্ক্যান করে সফট কপি [email protected] ই-মেইলে অবশ্যই প্রেরণ করতে হবে।
আবেদনের ঠিকানাউপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
আরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫আবেদনের শেষ তারিখ৩০ নভেম্বর ২০২৫
শর্তাবলি-১. আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. চুক্তির মেয়াদ ০২ বছর (সন্তোষজনক পারফরম্যান্স অর্জন সাপেক্ষে নবায়নযোগ্য)।
৩. কর্তৃপক্ষ যেকোনো দরখাস্ত/সকল দরখাস্ত কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বা বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল/শিথিল করার অধিকার সংরক্ষণ করেন।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু২ ঘণ্টা আগে