সান্তোসের সঙ্গে গতকাল চুক্তি নবায়ন করেছেন নেইমার। এই চুক্তির মেয়াদ ছয় মাস, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে নতুন চুক্তির মেয়াদ ফুরাবে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে চেয়েছিল সান্তোসে। দুই পক্ষের প্রাথমিক আলাপেও এমন আভাস ছিল। শেষ পর্যন্ত আরও ছয় মাসের জন্য নেইমারকে পাওয়া নিশ্চিত করতে পেরেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।

আরও পড়ুনঅজুহাতে এগিয়ে ইউরোপিয়ান ক্লাবগুলো, ম্যাচ খেলায় ব্রাজিলিয়ানরা১১ ঘণ্টা আগে

আগামী সোমবার নেইমারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো, যেটা তিনি করেছিলেন চলতি বছরের জানুয়ারিতে। সেই চুক্তির মেয়াদও ছিল ছয় মাস। সান্তোস তাঁকে দীর্ঘ সময়ের জন্য চাইলেও আগামী জানুয়ারির দলবদলের মৌসুমে নিজের ভবিষ্যৎ নিয়ে নিজেই সিদ্ধান্ত নেওয়ার পথটা খোলা রাখতে চান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। সে কারণে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ হননি বলে জানিয়েছে গ্লোবো।

চুক্তি নবায়নের পর সান্তোসের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে নেইমার বলেছেন, ‘আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং হৃদয়ের ডাক শুনেছি। সান্তোস শুধু একটা দল নয়, আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস, আমার জীবন। এখানে আমি পরিণত হয়ে উঠেছি এবং এখানে সত্যিকারের ভালোবাসাটা পাই। নিজের মতো থাকতে পারি, সত্যিকারের সুখি।’

নেইমার এরপর বলেছেন, ‘আমার ক্যারিয়ারে যে স্বপ্নগুলো অর্জন করা হয়নি, সেসব এখানে পূরণ করতে চাই। কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। আমি চলে গিয়েছিলাম, ফিরে এসেছি এবং আছি, যেখানে সবকিছু শুরু হয়েছিল কিন্তু কখনো শেষ হবে না।’

আরও পড়ুনদুই ম্যাচে ১৬ গোল খাওয়া ক্লাবের স্কুলশিক্ষকের গোলে আর্জেন্টাইন পরাশক্তির বিদায়৫৪ মিনিট আগে

চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে মাত্র ১২ ম্যাচ খেলতে ৩টি গোল করতে পেরেছেন নেইমার। ৩টি গোলও বানিয়েছেন। মাংসপেশির চোটের কারণে দুই দফা তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে। ব্রাজিলের ঘরোয়া লিগে বোতাফোগোর বিপক্ষে নিজের সর্বশেষ ম্যাচে হাত দিয়ে গোল করায় লাল কার্ড দেখেছিলেন নেইমার।

গ্লোবো জানিয়েছে, বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার পর নেইমার সান্তোসে থাকবেন কি না, সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবেন। নতুন চুক্তিতে তাঁর পারিশ্রমিকও থাকছে আগের মতোই—মাসে ৭ লাখ ইউরোর কিছু বেশি (প্রায় ৯ কোটি ৯৬ লাখ টাকা)।

২০ দলের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ১৫তম অবস্থানে রয়েছে সান্তোস। নতুন চুক্তিতে চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত খেলতে পারবেন নেইমার। যদিও চোটপ্রবণতার কারণে তাঁকে নিয়মিত দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা যায় না। এই সান্তোসেই ক্যারিয়ার শুরু করে বার্সেলোনা, পিএসজি ও আল হিলাল ঘুরে সান্তোসেই ফিরেছেন নেইমার। চোটের ভুগেছেন প্রায় সব ক্লাবেই। সৌদি আরবের ক্লাব আল হিলালে ১৭ মাসের ক্যারিয়ারে যেমন মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ এ বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও সেই চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন নেইমার।

তবে ব্রাজিলে ফেরার পর সমালোচনার মুখেও পড়েছেন। চোটের পরিচর্যা করার মধ্যেই রিও কার্নিভালে অংশ নেওয়া এবং কিংস লিগে খেলে সমালোচিত হন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা এই তারকা গত মার্চে ফিরেছিলেন জাতীয় দলের স্কোয়াডে। কিন্তু ঊরুর মাংসপেশিতে পাওয়া চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে সেবার আর ব্রাজিল জাতীয় দলে ফেরা হয়নি নেইমারের। নিজেকে প্রত্যাহার করে নেন।

কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে আসার পর গত মে মাসে বিশ্বকাপ বাছাইয়ে নেইমারকে ব্রাজিল স্কোয়াডে ফেরাননি। আনচেলত্তি তখন বলেছিলেন, ‘যারা ভালো অবস্থায় আছে, আমি তাদের ডেকেছি। নেইমার এই মাত্র চোট থেকে সেরে উঠল, সবাই জানে সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা তার অপেক্ষায় আছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য বছর র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রাজনীতি নিষিদ্ধের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। হলগুলোতে প্রকাশ্য-অপ্রকাশ্য কোনো ধরনের রাজনীতি করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের এমন ঘোষণায় ছাত্রনেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ইতিমধ্যে এই নির্বাচন নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠনসহ শিক্ষার্থীদের নানা পর্যায়ে তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি থাকা না–থাকা নিয়ে আলোচনা চলছে।

গত শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হলে রাজনীতি বন্ধের ওই ঘোষণা দেয়। তবে গতকাল শনিবার দিনভর এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। এ বিষয়ে করণীয় ও রূপরেখা ঠিক করতে গতকাল দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত হল প্রভোস্টসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করেছে বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। তিনি বলেছেন, এ বিষয়ে আজ রোববার বিকেলে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

জাতীয়তাবাদী ছাত্রদল গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের জন্য সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর ওই দিন মধ্যরাতে হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একটি অংশ। বিভিন্ন হল থেকে কয়েক শ ছাত্র–ছাত্রী বাইরে বেরিয়ে আসেন। রাত একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তাঁরা। শুক্রবার রাত দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রায় এক ঘণ্টা আলাপ-আলোচনা হয়। তখন উপাচার্য বলেন, ‘হল পর্যায়ে ছাত্ররাজনীতির বিষয়ে ২০২৪ সালের ১৭ জুলাই হল প্রভোস্টের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ন্ত্রিত থাকবে।’ উপাচার্যের এ বক্তব্যে শিক্ষার্থীরা ‘না, না’ বলে আপত্তি জানান এবং হলগুলোতে সম্পূর্ণভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি করেন। পরে রাত তিনটার দিকে বিক্ষোভের মুখে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ হলগুলোতে ‘প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধ করার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা প্রক্টরের আশ্বাসে উল্লাস প্রকাশ করে হলে ফিরে যান। প্রক্টরের ওই ঘোষণার আধঘণ্টা পর স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অফিস থেকে এক প্রজ্ঞাপন আসে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের কমিটিভুক্তরা পদত্যাগ ও মুচলেকা প্রদান সাপেক্ষে হলে অবস্থান করতে পারবেন। অন্যথায় তাদের হল থেকে বহিষ্কার করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিল ছাত্রলীগ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিন পর ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিতাড়িত হয় ছাত্রলীগ। সে সময় শিক্ষার্থীরা প্রতিটি হলের হল প্রাধ্যক্ষদের কাছ থেকে আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে—এমন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর নেয়। মূলত সেই বিজ্ঞপ্তির আলোকে শিক্ষার্থীরা আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ক্ষোভ জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে রোকেয়া হলের ছাত্রীরা হলের তালা ভেঙে বেরিয়ে এসে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন

সম্পর্কিত নিবন্ধ